![]() |
| ভেঙ্গে যাওয়া দেওয়াল। -নিজস্ব চিত্র |
সুভাষ মন্ডল দিনহাটা ঃ বাড়ির দেওয়াল ভেঙ্গে দুই শ্রমিক আহত হলেও বড়সড়
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকা ।
মঙ্গলবার দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে বলরামপুর রোড় জামতলা এলাকায় এক বাড়ির
দেওয়াল ভেঙ্গে এই দুরঘটনা ঘটে । দুর্ঘটনায় দুই শ্রমিক আহত হলেও তাদের মধ্যে এক
জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে । আহত ওই শ্রমিক সচীন্দ্র মোহন রায় ( ৪৮ ) বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে
চিকিৎসাধীন ।তার বাড়ি দিনহাটার ফুলবাড়ি মাশানপাট এলাকায় বলে জানা গেছে । নির্মীয়মাণ বাড়ির পাশে থাকা দীর্ঘ দিনের পুরোন
ঘরের একটি দেওয়াল এদিন শ্রমিকদের কাজ চলাকালীন ভেঙ্গে পড়াকে ঘিরে ব্যপক আলোড়ন
ছড়িয়ে পড়ে । এদিন শ্রমিকদের কাজ চলাকালীন হঠাত ই দীর্ঘ দিনের পুরোন ঘরের দেওয়াল টি ভেঙ্গে পড়লে নীচে এক শ্রমিক চাপা পড়ে
। সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার ব্যবসায়ী থেকে বাসিন্দারা সকলেই ছুটে আসে । ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দিনহাটা
থানার পুলিশ এবং দমকল কর্মীরা সেখানে ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় চাপা পড়া
শ্রমিক কে উদ্ধার করে । কর্মরত শ্রমিকদের
একজন বলেন এদিন তারা পুরোন দেওয়াল টির পাশেই নতুন বিল্ডিঙয়ের কাজ করছিলেন
। সেসময়ই দেওয়ালটি ভেঙ্গে পড়ে । দমকল বিভাগের আধিকারিক পি সি পাল বলেন পুরোন
ঘরের দেওয়াল ভেঙ্গে
দুই শ্রমিক আহত হয় । এদের মধ্যে এক
জনের আঘাত একটি বেশি বলে তিনি জানান । এদিন দেওয়ালের একটি অংশ ভেঙ্গে পরলেও বাকি
অংশ টি ভেঙ্গে দেওয়া হয় । স্থানীয় কাউন্সিলার গৌরী শঙ্কর মাহেশ্বরী বলেন শহরের
পাঁচ মাথার মোড়ে বলরামপুর রোড় জামতলা এলাকায় দীর্ঘ দিনের পুরোন ঘরের দেওয়াল টি ভেঙ্গে পড়লে দুই জন শ্রমিক আহত হয় । পুরনো এই দেওয়ালটির পাশেই কনশট্রাক
সনের কাজ চলছিল ।এদিন হঠাত করে দেওয়ালটি ভেঙ্গে
দুই জন শ্রমিক কমবেশি আহত হয় । এদের মধ্যে সচীন্দ্র মোহন রায় নামে আহত এক শ্রমিক দিনহাটা মহকুমা হাসপাতালে
চিকিৎসাধীন বলে কাউন্সিলার জানান ।

