বিজেপির ডেপুটেশন কর্মসুচি

ভাঙচুর করা হয়েছে বাস
শিরোনামনাম ২৪ ডেস্ক, কোচবিহার, ৩০ নভেম্বর :সারা রাজ্যের সাথে সাথে কোচবিহার  জেলাতেও জেলার বিভিন্ন বিডিও অফিসে বিজেপি র ডেপুটেশনে কর্মসুচী অনুষ্ঠিত হল।এদিন ওই কর্মসুচি কে ঘিরে কার্যত   বিজেপি -তৃনমূল সংঘর্ষে রনক্ষেত্রের চেহারা নিল কোচবিহার  ১ ব্লকের বিডিও অফিস চত্বর ।  পরে দুপক্ষের মধ্যে চলে ইটবৃষ্টি  ও বোমাও ছোঁড়ে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি ঘুঘুমারি এলাকায় দুটি বেসরকারি  ভাঙচুর করা হয়েছে । বিজেপি সুত্রে জানাগেছে,একাধিক  দাবিদাওয়া নিয়ে কোচবিহার ১ ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিতে যান বিজেপি কর্মীরা। ডেপুটেশন দেওয়ার পর BDO অফিসের বাইরে এসে তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। শুরু হয় ইট বৃষ্টি।  পরে কোচবিহার থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এর ফলে বিডিও অফিসের ভিতরে আটকে থাকেন বিজেপি কর্মীরা। পাশের তৃনমূল পার্টি অফিসেরর থেকে শাসক দলের কর্মীরা স্লোগান দিতে থাকেন। সন্ধ্যে নেমে আসলে পরে  পুলিশ কর্মীদের কোনো রকম সহযোগিতা ছাড়াই মিছিল করে ধলুয়া বাড়ি বিডিও অফিস থেকে এক বিশাল মিছিল বের করে বিজেপির জেলা পার্টি অফিসের দিকে রওনা দেন তারা।  তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে বিজেপি সুত্রে জানাগেছে। এদিকে  বিজেপির ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল কংগ্রেস নেতৃত্ব।অন্য দিকে একই ঘটনা ঘটেছে দিনহাটা ২নং ব্লকের সাহেবগঞ্জ এলাকায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.