ফের অগ্নিকান্ডে ভস্মীভূত হল একটি বাড়ি ঘটনাস্থল কোচবিহার ১ ব্লকের পিলখানা
0SHERONAAM 24December 28, 2017
ছবি ঃ প্রতীকি
কোচবিহার, ২৮ ডিসেম্বরঃ ফের অগ্নিকান্ডে ভস্মীভূত হল একটি বাড়ি। বৃহস্পতিবার কোচবিহার ১ ব্লকের পিলখানা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে । স্থানীয় সুত্রে জানা গেছে , সন্ধ্যে বেলা তারা দেখতে পান ঐ বাড়ি থেকে আগুনের ফুলকি দেখতে পান । তা দেখেই বাড়ির সামনে যেতেই দেখেন বাড়িতে আগুন লেগেছে তক্ষনাত তারা দমকল বাহিনীকে খবর দেন । তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টা দেড়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা । ভস্মীভুত বাড়ির মালিক বলেন , তিনি অনুমান করে বলেন বাড়ির ঠাকুর ঘরের প্রদীপের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।