সুভাষ মন্ডল,কোচবিহার : এবার মহারাজা
নৃপেন্দ্র নারায়ণের শ্বেত পাথরের মূর্তির সঙ্গে
থাকা তলোয়ারের একাংশ উধাও হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসল । কোচবিহার শহরের প্রানকেন্দ্র সাগরদিঘীর
পাড়ে জেলা আদালতের সামনে থাকা ওই শ্বেত পাথরের মূর্তিতে থাকা তলোয়ারের একাংশ চুরি হয়ে
গিয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই ঘটনার কথা প্রকাশ্যে
আসার পর আদালত চত্বরে দাঁড়িয়ে অনেক মানুষ তাঁদের ক্ষোভ উগড়ে
দেন । সম্প্রতি রাজবাড়ী থেকে গায়েত্রীদেবীর ছবি চুরি হয়ে যাওয়ার
ঘটনা ঘটে। পরে পুলিশি তৎপরতায় সেই ছবি উদ্ধার হয় । ছবি চুরির
অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। গায়েত্রী দেবীর ওই ছবি তেমন গুরুত্বপূর্ণ না হলেও শ্বেত পাথরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের ওই
মূর্তির তলোয়ার অনেক গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েছে। ওই মূর্তির দেওয়া
তথ্য অনুসারে লন্ডন থেকে তৈরি করা হয়েছিল। তৈরি করেছিলেন জে হোয়াইট
হেড নামে এক ভাস্কর্য শিল্পী। নির্দিষ্ট করে বলতে না পারলেও
১৯২৮ সালে ওই মূর্তি বসানো হয়েছিল বলে জানা গিয়েছে। ১৯৪৭ সালে
একবার ওই মূর্তি ক্ষতিগ্রস্ত করা হয়। তখন মূর্তি ক্ষতিগ্রস্তকারী
দুষ্কৃতীদের ধরতে অর্থ মূল্য ঘোষণা করা হয়েছিল। এবার ফের ওই
ঘটনা ঘটায় ক্ষুব্ধ কোচবিহারের বাসিন্দারা। কোচবিহার হেরিটেজ সোসাইটির
সম্পাদক অরূপ জ্যোতি মজুমদারসংগঠনের দিনহাটা শাখার সম্পাদক শঙ্খনাদ আচার্য প্রমূখ বলেন, “ মহারাজার তলোয়ার কোচবিহার বাসীর আত্মমর্যাদার প্রতীক। যেভাবেই হোক ওই তরোয়াল খুঁজে বের করে আনা উচিত। এই মূর্তি দেখতে পর্যটকরাও আসেন। তাঁদের সামনে এই ভাঙা তলোয়ার নিয়ে ভুল বার্তা যাবে। তাই দ্রুত এটাকে সারাই করার ব্যবস্থা করা হোক।”
