Header Ads

দিনহাটা মহকুমা হাসপাতালে বসল মদের আসর

দিনহাটা মহকুমা হাসপাতালে মদের আসড় 
 এক্সক্লুসিভ  শিরনাম ২৪ ডেস্ক,২০ডিসেম্বর, দিনহাটাঃ  দিনহাটা মহকুমা হাসপাতালের ভিতরই বসল মদের আসর । বুধবার রাত দশটা নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতালের ভিতরে মদের আসর কে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । এদিন রাতে বহিরাগত কিছু যুবক রীতিমত ফোর হুইলার নিয়ে মহকুমা হাসপাতালের ভিতরে মদের আসর বসায়এভাবে হাসপাতাল চত্বরে প্রায়ই মদের আসর বসলেও করতিপক্ষের কোন হেলদোল নেই বলে অভিযোগ । এদিন বহিরাগত এই যুবকেরা হাসপাতালের ভিতরে থাকা কয়েকজন অ্যাম্বুলেন্স চালক কে সঙ্গী করে ফোর হুইলার নিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে মদের আসর বসাল । মহকুমা হাসপাতালের ভিতর  মদের আসর বসার  খবর পেয়েই সাংবাদিকরা সেখানে ছুটে গেলে মদ্যপ অবস্থায় যুবকদের ছোটাছুটি শুরু হয়ে যায় । হাসপাতালের বহির্বিভাগের সামনে ফোর হুইলার গাড়ি , মদের বোতল , মোবাইল ফোন সহ  আনুষঙ্গিক নানা জিনিস থেকে শুরু করে রেখেই তড়িঘড়ি পালিয়ে যায় । দিনহাটা মহকুমা হাসপাতালের ভিতরে এভাবে প্রায়ই  মদের আসর বসে বলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবারের আত্মীয় পরিজনদের অনেকেরই অভিযোগ । বহিরাগত যুবকরা কিভাবে মহকুমা হাসপাতালের ভিতরে মদের আসর বসাতে সক্ষম হল তা নিয়ে প্রস্ন দেখা দিয়েছে । অ্যাম্বুলেন্স চালকদের এক অংশের মদতেই বহিরাগত এই যুবকেরা রীতিমত গাড়ি নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে উচ্চস্বরে গান বাজিয়ে মদের আসর বসাতে সক্ষম হয় বলে অভিযোগ । এই অ্যাম্বুলেন্স চালকদের হাসপাতাল থেকে সরানোর জন্য রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ বেশ কিছু দিন ধরেই চেষ্টা চালিয়ে  যাচ্ছে । রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহর এই উদ্যোগ কে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবারের আত্মীয় পরিজন রা সাধুবাদ জানালেও  চিকিৎসকদের একটি অংশের মদতেই এই অ্যাম্বুলেন্স চালকরা হাসপাতাল চত্বরেই বাধাহীন ভাবে থেকে যাচ্ছে বলে অভিযোগ । বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা উজ্জ্বল আচার্য বলেন এধরনের ঘটনা কখনই কাম্য নয় । গোটা ঘটনা ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলেন ভারপ্রাপ্ত সুপার ডা উজ্জ্বল আচার্য । পাশাপাশি তিনি বলেন বিষয়টি তিনি রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহর গোচরে আনবেন । ( ছবি ) #   

No comments

Powered by Blogger.