Header Ads

পথ দূর্ঘটনায় গুরুতর আহত ও মৃত বাইক আরোহী

শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা, ৯ডিসেম্বরঃ দিনহাটার রথবাড়ি ঘাট এলাকায় পথ দূর্ঘটনায় গুরুতর আহত হলো এক বাইক আরোহী। দুর্ঘটনায় আহত ঐ ব্যাক্তির নাম প্রসেনজিত বর্মন বাড়ি তার বড় আটিয়াবাড়ি এলাকায়। শনবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে আসে এলাকার লোকজন। খবর পেয়ে দিনহাটা থাকে দমকলের কর্মীরা ঘটনার স্থলে ছুটে যান। এর পর আহত ব্যাক্তিকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। ঘটনার বিবরনে জানা গেছে, এদিন ররথবাড়ি ঘাট এলাকায় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্সে এই ঘটনা ঘটে। বাইকের চালক ছিটকে পড়ে যায়।  দমকল কর্মীরা বলেন , রথবাড়ি ঘাট এলাকায় দূর্ঘটনায় ঘবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং আহত প্রসেনজিত বর্মনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে । বর্তমানে সে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।  এদিকে দিনহাটার মাষানপাট এলাকায় বাইক দূর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যাক্তির । একের পর এক বাইক দুর্ঘটনা ঘটছে বলে যাননিয়ন্ত্রনে  পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। 

No comments

Powered by Blogger.