পুলিশের ৫৯তম স্পোর্টস এর সমাপ্তি হলো কোচবিহারে

সুভাষ মন্ডল , কোচবিহার, ২৭ ডিসেম্বর  কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে ৫৯তম স্পোর্টস  এর সমাপ্তি হল । বুধবার কোচবিহার পুলিশ লাইনের মাঠে এই খেলার সমাপ্তি হয় । এদিন পুলিশের উদ্যোগে ৫৯তম স্পোর্টস  এর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি আই জি রাজেস যাদব , কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে , অতিরিক্ত জেলা শাসক চিরঞ্জীব ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার ডি দিব্যা  , দিনহাটার এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় প্রমূখ পুলিশ আধিকারিকরা ।  এদিন খেলার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত ডি আই জি রাজেস যাদব খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন । এদিন তীরন্দাজী থেকে শুরু করে বিভিন্ন বিভাগে খেলাধুলা ছারাও পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । এদিন খেলা চলাকালীন হকি , গলফ , মিউজিক্যাল বল , তীরন্দাজ সহ নানা খেলা অনুষ্ঠিত হয় । এদিন কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে প্রমূখ আধিকারিকদের  তীরন্দাজ খেলতে দেখা যায় । এদিন গলফ খেলতে দেখা যায় পুলিশ আধিকারিকদের । এছাড়াও মিউজিক্যাল বল খেলতে দেখা যায় দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরী থেকে শুরু করে  অন্যান্য পুলিশ আধিকারিকদের । এদিন খেলাকে ঘিরে জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মী থেকে আধিকারিকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয় ।  উল্লেখ্য   পুলিশ প্যারেড গ্রাউন্ডে   পুলিশ ৫৯ তম স্পোর্টস উদ্বোধন  করেন  মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.