প্রমিলা বাহিনীর ষষ্ঠ বর্ষ কোচবিহার জেলা সন্মেলন অনুষ্ঠিত হল দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদহে

সুভাষ মন্ডল,  কোচবিহার ঃ প্রমিলা বাহিনীর ষষ্ঠ বর্ষ কোচবিহার জেলা সন্মেলন অনুষ্ঠিত হল । শনিবার দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদহে গীতালদহ বিকাশ সমিতির অফিস প্রাঙ্গণে অরাজনৈতিক এই সংগঠন প্রমিলা বাহিনীর ষষ্ঠ বর্ষ কোচবিহার জেলা সন্মেলন অনুষ্ঠিত হয় । সংগঠনের এদিনের এই সন্মেলনের উদ্বোধন করেন কোচবিহারের সাংসদ তৃনমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় । সন্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া , অ্যাকশন এউড ইন্ডিয়ার সুধীর কুমার সাও , অশোক নায়েক , গীতালদহ -২ গ্রাম পঞ্চায়েত প্রধান আমিনুল হক , তৃনমূল কংগ্রেসের দিনহাটা-১ ব্লক সভাপতি নুর আলম হোসেন , দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জিল একরাম , গীতালদহ বিকাশ সমিতির সম্পাদক মউনুল হক , ছাত্র নেতা দেবাশীষ বর্মণ প্রমূখ । প্রমিলা বাহিনীর  এদিনের জেলা সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পার্থ প্রতিম রায় , বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া থেকে সুরু করে উপস্থিত বিশিষ্টরা বর্তমান সমাজে অরাজনৈতিক এই সংগঠনের নানা কাজের ভুমিকার কথা তুলে ধরেন । সন্মেলনে নারী নির্যাতন , শিশু পাচার রোধ থেকে সুরু করে সমাজে পিছিয়ে পড়া মহিলাদের উন্নয়নে প্রমিলা বাহিনীর নানা কাজের কথা এদিন তুলে ধরেন সকলে । এদিন সন্মেলন শুরুর আগে  সাংসদ পার্থ প্রতিম রায় , বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া থেকে সুরু করে উপস্থিত বিশিষ্টদের বৈরাতী নৃত্যের মাধ্যমে বরন করে নেওয়া হয় । সন্মেলনে সাজিদা পারভীন কে সম্পাদিকা , শঙ্করী বর্মণ কে সভানেত্রী ও কনিকা সরকার কে কোষাধ্যক্ষ করে ৩০ জনের নতুন জেলা কমিটি গঠিত হয় বলে গীতালদহ বিকাশ সমিতির সম্পাদক মউনুল হক জানান । প্রমিলা বাহিনীর ষষ্ঠ বর্ষ কোচবিহার জেলা এদিনের সন্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সদস্যারা অংশ গ্রহন করে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.