![]() |
সুভাষ মন্ডল, দিনহাটা, ২৮
ডিসেম্বরঃ কাকের হাত থেকে পেঁচাকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল
অ্যাম্বুলেন্স চালকরা । বৃহস্পতিবার দিনহাটার কৃষি মেলা এলাকায় একটি গাছের ডালে
পেঁচাটিকে একটি কাক ঠোকরানোর চেষ্টা করছিল । সে সময় রাহুল হক নামে এক
অ্যাম্বুলেন্স চালক ওই পথ দিয়ে আসার সময় গাছের ডালে পেঁচাটিকে একটি কাক ঠোকরানোর
ছবি তার নজরে আসে । সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স চালক ওই যুবক নিজেই গাছে উঠে বিরল প্রজাতির পেঁচাটিকে উদ্ধার
করে । রাহুল হক নামে ওই অ্যাম্বুলেন্স
চালক জানান এদিন কৃষি মেলা এলাকায় একটি গাছের ডালে পেঁচাটিকে একটি কাক ঠোকরানোর
ছবি তার নজরে আসতেই সে গাছে উঠে পেঁচাটিকে উদ্ধার করে । এরপর সেটিকে সে হাসপাতালে
নিয়ে আসে । উদ্ধার হওয়া বিরল প্রজাতির পেঁচাটিকে দেখতে এদিন ভিড় জমে যায় । খবর
দেওয়া হয় বন দপ্তর কে । খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে বিরল প্রজাতির পেঁচাটিকে
উদ্ধার করে নিয়ে যায় ।

