সুভাষ মন্ডল, দিনহাটা ঃ কৃষক ও কৃষির উন্নয়ন কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনদিন ব্যাপী মাটি , কৃষি , উদ্যানপালন , মৎস্য , কৃষি বিপনন , সমবায় ও প্রানী সম্পদ মেলা শুরু হল দিনহাটায় । রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যগে দিনহাটা ১ ব্লকের কৃষি মেলার কিষান মান্ডিতে শনিবার ওই মেলার সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ , রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান দিনহাটার বিধায়ক উদয়ন গুহ , বিধায়ক জগদীস চন্দ্র বর্মা বসুনীয়া , কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা মমতাজ বেগম, দিনহাটা মহকুমা কৃষি অধিকর্তা যাদব চন্দ্র মণ্ডল , দিনহাটা -১ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্না দাস , ব্লকের বিডিও পার্থ চক্রবর্তী , কাউন্সিলার অসীম নন্দী , গৌরী শঙ্কর মাহেশ্বরী , তৃনমূল কংগ্রেসের দিনহাটা-১ ব্লক সভাপতি নুর আলম হোসেন প্রমূখ । কৃষি দপ্তরের উদ্যোগে এদিনের কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এধরনের মেলার প্র্যজনীয়তার ও গুরুত্বের কথা তুলে ধরেন । কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই মেলার বিভিন্ন স্টলে এলাকার কৃষকদের উৎপাদিত ফসল প্রদর্শনী যেমন করা হয় । তেমনি মহিলাদের কৃষি কাজে এগিয়ে নিয়ে আসার জন্য মেলায় রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । কৃষকদের জমির মাটি পরীক্ষা করার জন্য একটি মাটি পরীক্ষা কেন্দ্র ছাড়াও এলাকার সমস্ত কৃষকদের ফসলকে বীমার আওতায় নিয়ে আসার জন্য আবেদনপত্র পূরণ করার কাজ শুরু হয় ।দিনহাটা মহকুমা কৃষি অধিকর্তা যাদব চন্দ্র মণ্ডল বলেন, “আলু সব থেকে ঝুঁকিপূর্ণ ফসল। তাই আলুর বিমা করতে গিয়ে কৃষকদের কিছু অর্থ খরচ করতে হবে । কিন্তু ভুট্টা, সরিষা, গম কলাই জাতীয় রবি শস্যে বিনা পয়সায় বীমা করা যাবে। তাই কৃষি মেলায় স্টল করে বীমার জন্য কৃষকদের আবেদনপত্র পূরণ করার কাজ করা হচ্ছে ।”এদিন মেলা শুরুর আগে উপস্থিত বিসিশঠদের বরন করে নেওয়া হয় । দিনহাটা-১ ব্লকের কৃষি মেলায় কৃষি দপ্তরের উদ্যোগে মেলার প্রথম দিনই ব্লকের বিভিন্ন স্থান থেকে কৃষক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।মেলার দ্বিতীয় দিন রবিবার কৃষক দের নিয়ে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে বলে দপ্তর সূত্রে জানা গেছে ।
কৃষক ও কৃষির উন্নয়ন কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হল দিনহাটায়
0
December 23, 2017
সুভাষ মন্ডল, দিনহাটা ঃ কৃষক ও কৃষির উন্নয়ন কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনদিন ব্যাপী মাটি , কৃষি , উদ্যানপালন , মৎস্য , কৃষি বিপনন , সমবায় ও প্রানী সম্পদ মেলা শুরু হল দিনহাটায় । রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যগে দিনহাটা ১ ব্লকের কৃষি মেলার কিষান মান্ডিতে শনিবার ওই মেলার সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ , রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান দিনহাটার বিধায়ক উদয়ন গুহ , বিধায়ক জগদীস চন্দ্র বর্মা বসুনীয়া , কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা মমতাজ বেগম, দিনহাটা মহকুমা কৃষি অধিকর্তা যাদব চন্দ্র মণ্ডল , দিনহাটা -১ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্না দাস , ব্লকের বিডিও পার্থ চক্রবর্তী , কাউন্সিলার অসীম নন্দী , গৌরী শঙ্কর মাহেশ্বরী , তৃনমূল কংগ্রেসের দিনহাটা-১ ব্লক সভাপতি নুর আলম হোসেন প্রমূখ । কৃষি দপ্তরের উদ্যোগে এদিনের কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এধরনের মেলার প্র্যজনীয়তার ও গুরুত্বের কথা তুলে ধরেন । কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই মেলার বিভিন্ন স্টলে এলাকার কৃষকদের উৎপাদিত ফসল প্রদর্শনী যেমন করা হয় । তেমনি মহিলাদের কৃষি কাজে এগিয়ে নিয়ে আসার জন্য মেলায় রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । কৃষকদের জমির মাটি পরীক্ষা করার জন্য একটি মাটি পরীক্ষা কেন্দ্র ছাড়াও এলাকার সমস্ত কৃষকদের ফসলকে বীমার আওতায় নিয়ে আসার জন্য আবেদনপত্র পূরণ করার কাজ শুরু হয় ।দিনহাটা মহকুমা কৃষি অধিকর্তা যাদব চন্দ্র মণ্ডল বলেন, “আলু সব থেকে ঝুঁকিপূর্ণ ফসল। তাই আলুর বিমা করতে গিয়ে কৃষকদের কিছু অর্থ খরচ করতে হবে । কিন্তু ভুট্টা, সরিষা, গম কলাই জাতীয় রবি শস্যে বিনা পয়সায় বীমা করা যাবে। তাই কৃষি মেলায় স্টল করে বীমার জন্য কৃষকদের আবেদনপত্র পূরণ করার কাজ করা হচ্ছে ।”এদিন মেলা শুরুর আগে উপস্থিত বিসিশঠদের বরন করে নেওয়া হয় । দিনহাটা-১ ব্লকের কৃষি মেলায় কৃষি দপ্তরের উদ্যোগে মেলার প্রথম দিনই ব্লকের বিভিন্ন স্থান থেকে কৃষক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।মেলার দ্বিতীয় দিন রবিবার কৃষক দের নিয়ে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে বলে দপ্তর সূত্রে জানা গেছে ।
