Header Ads

মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এক মোবাইল ব্যাবসায়ীকে গ্রেফতার করলো দিনহাটা পুলিশ

প্রতীকী ছবি।

শিরনাম ২৪,দিনহাটা,১০ডিসেম্বরঃ দিনহাটা শহর ও শহরতলীতে  একের পর এক ছুরি - ছিনতাইয়ের  ঘটনায় ব্যবসায়ী থেকে সাধারন মানুষের যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো ঠিক তখনই দিনহাটার  বিধায়ক তথা পৌরপিতা উদয়ন গুহর নেতৃতে আন্দোলন শুরু হতেই  নড়ে চড়ে বসল দিনহাটা থানার পুলিশ । দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জির নেতৃত্বে এক মোবাইল ব্যাবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। দিনহাটা মহকুমার  বিভিন্ন জায়গায় একের পর এক ছুরি ছিনতাইয়ের   ঘটনা বেড়ে যাওয়ায়  পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন  স্বয়ং বিধায়ক উদয়ন গুহ ঠিক তার পরেই চুরি – ছিনতাইয়ের  কিনারা করতেই আসরে নামে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা যায়,  দিনহাটা-২ ব্লকের   নাগরের বাড়ী এলাকা থেকে এক  মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করে  । সূত্রের খবর,  দিন কয়েক আগে এক যুবকের দামী একটি মোবাইল ছিনতাই হয় বলে অভিযোগ  । তদন্তে নামে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জির । অবশেষে পুলিশ এদিন  মোবাইল খোয়া যাওয়ার ঘটনায়  প্রসেনজিৎ বর্মণ নামে এক মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করে  ।দিনহাটার এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারের পাশাপাশি প্রসেনজিৎ বর্মণ নামে এক মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।  পুলিশ সূত্রে জানা গেছে   স্থানীয়  এলাকাতেই ওই যুবকের  মোবাইলের দোকান রয়েছে । গোপন সূত্রে পুলিশ জানতে পারে,  যে গ্যাং টি মোটরসাইকেলে চেপে দিনহাটার বিভিন্ন জায়গায় ছিনতাই করে চলছে তার সঙ্গে জড়িত রয়েছে প্রসেনজিৎ বর্মন । উল্লেখ্য  দিনহাটা শহরে একের পর এক ছুরি ছিনতাইয়ের  ঘটনা রোধে দিনহাটা থানার পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে শহরে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা বন্ধে দাবী জানান বিধায়ক উদয়ন গুহ নিজে  ।পৌরপ্রধান  বিধায়ক উদয়ন গুহ র নেতৃতে দিনহাটা থানায় ডেপুটেসন দেওয়ার সময় উপস্থিত ছিলেন  পৌরসভার কাউন্সিলার তথা তৃনমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী , গৌরী শঙ্কর মাহেশ্বরী , তৃনমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সহ সভাপতি বিশু ধর , তৃনমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি সাবীর সাহা চৌধুরী প্রমূখ 

No comments

Powered by Blogger.