সুভাষ মন্ডল , দিনহাটা ঃ দিনহাটা মহকুমা হাসপাতাল চত্বরে নানা অসামাজিক কাজ বন্ধ করতে ভিতরে থাকা বাইরের
সব গাড়ি সড়িয়ে দিল রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ । শনিবার সকালে
রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ আচমকাই মহকুমা হাসপাতালে ঢুকে
ভিতরে থাকা বাইরের সব গাড়ি সরিয়ে দেন ।
উল্লেখ্য বুধবার রাত দশটা নাগাদ
দিনহাটা মহকুমা হাসপাতালের ভিতরে মদের আসর বসে । হাসপাতালের
বহির্বিভাগের সামনে ফোর হুইলার গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের এক অংশের মদতেই
বহিরাগত কয়েকজন যুবক হাসপাতালের ভিতরে ঢুকে উচ্চস্বরে গান বাজিয়ে
মদের আসর বসাতে সক্ষম হয় । দিনহাটা
মহকুমা হাসপাতালের ভিতরে এভাবে প্রায়ই
মদের আসর বসে বলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবারের আত্মীয় পরিজনদের
অনেকেরই অভিযোগ । বহিরাগত যুবকরা কিভাবে মহকুমা হাসপাতালের ভিতরে মদের আসর বসাতে
সক্ষম হল তা নিয়ে প্রস্ন দেখা দেয় । হাসপাতালের
ভিতরে মদের আসর ও অসামাজিক কাজ বন্ধ করতে বিধায়ক উদয়ন গুহ
নিজে উদ্যোগী হয়ে আচমকাই এদিন সকালে হাসপাতালে অভিযান চালায় । এদিন পুলিশ কে সঙ্গে
নিয়ে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ হাসপাতালের ভিতরে থাকা
বেসরকারী বিভিন্ন গাড়ি সড়িয়ে দেন । তিনি বলেন
বেসরকারী কিছু গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকে । গাড়ি থাকা মানেই অনেক লোক সেখানে
থাকা । তারা কারা , রোগীর পরিবারের কিনা কেউ খোজ নেওয়ার নেই । সবাভাবিক ভাবেই একটা
জটলা হতে থাকে । নানা রকম অসামাজিক কাজ হওয়ার সম্ভবনা থাকে । রোগী কল্যান সমিতির
চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ বলেন ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে । এগুলি বন্ধ করতে হবে
বলে তিনি উল্লেখ করেন । তিনি বলেন হাসপাতালের ভিতরে বাইক রেখে অনেকেই বিভিন্ন
জায়গায় কাজ করতে যায় । এটা একটা পারকিং স্থান হয়ে দাঁড়িয়েছে । এগুলিকে বন্ধ করতেই
পুলিশ কে খবর দেওয়া হয় । পুলিশ এসে হাসপাতাল চত্বর থেকে বাইক গুলি সরিয়ে দেয় বলে
রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ জানান । চব্বিশ ঘন্টা হাসপাতালের
ভিতরে বেসরকারি বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকবে এটা হতে পারে না বলে তিনি উল্লেখ করেন
। অবৈধ পারকিং বন্ধ করতে হাসপাতালের সুপার ডাঃ রঞ্জিত মন্ডল কেও দেখতে বলা হয়েছে বলে রোগী কল্যান সমিতির
চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ জানান । প্রসঙ্গত দিনহাটা মহকুমা হাসপাতালে দালাল চক্র
বন্ধ করতে এবং অ্যাম্বুলেন্স চালকদের
হাসপাতাল থেকে সরানোর জন্য রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ বেশ
কিছু দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে
। উদয়ন গুহর এই উদ্যোগ কে হাসপাতালে ভর্তি
থাকা রোগীদের পরিবারের আত্মীয় পরিজন রা সাধুবাদ জানালেও হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসক ও কর্মীদের একটি অংশের মদতেই এই অ্যাম্বুলেন্স চালকরা
হাসপাতাল চত্বরেই থাকার সাহস পাচ্ছিল বলে অভিযোগ
। বিধায়ক উদয়ন গুহ কড়া হাতে হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে এবং অ্যাম্বুলেন্স চালকদের হাসপাতাল থেকে অন্যত্র
সরানোর জন্য পদক্ষেপ নেওয়ায় স্বাভাবিক ভাবেই খুসি হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের
আত্মীয় পরিজনরা ।দিনহাটা হাসপাতালে অসামাজিক কাজ রুখতে কড়া পদক্ষেপ নিলেন দিনহাটা বিধায়ক
0
December 23, 2017
সুভাষ মন্ডল , দিনহাটা ঃ দিনহাটা মহকুমা হাসপাতাল চত্বরে নানা অসামাজিক কাজ বন্ধ করতে ভিতরে থাকা বাইরের
সব গাড়ি সড়িয়ে দিল রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ । শনিবার সকালে
রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ আচমকাই মহকুমা হাসপাতালে ঢুকে
ভিতরে থাকা বাইরের সব গাড়ি সরিয়ে দেন ।
উল্লেখ্য বুধবার রাত দশটা নাগাদ
দিনহাটা মহকুমা হাসপাতালের ভিতরে মদের আসর বসে । হাসপাতালের
বহির্বিভাগের সামনে ফোর হুইলার গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের এক অংশের মদতেই
বহিরাগত কয়েকজন যুবক হাসপাতালের ভিতরে ঢুকে উচ্চস্বরে গান বাজিয়ে
মদের আসর বসাতে সক্ষম হয় । দিনহাটা
মহকুমা হাসপাতালের ভিতরে এভাবে প্রায়ই
মদের আসর বসে বলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবারের আত্মীয় পরিজনদের
অনেকেরই অভিযোগ । বহিরাগত যুবকরা কিভাবে মহকুমা হাসপাতালের ভিতরে মদের আসর বসাতে
সক্ষম হল তা নিয়ে প্রস্ন দেখা দেয় । হাসপাতালের
ভিতরে মদের আসর ও অসামাজিক কাজ বন্ধ করতে বিধায়ক উদয়ন গুহ
নিজে উদ্যোগী হয়ে আচমকাই এদিন সকালে হাসপাতালে অভিযান চালায় । এদিন পুলিশ কে সঙ্গে
নিয়ে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ হাসপাতালের ভিতরে থাকা
বেসরকারী বিভিন্ন গাড়ি সড়িয়ে দেন । তিনি বলেন
বেসরকারী কিছু গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকে । গাড়ি থাকা মানেই অনেক লোক সেখানে
থাকা । তারা কারা , রোগীর পরিবারের কিনা কেউ খোজ নেওয়ার নেই । সবাভাবিক ভাবেই একটা
জটলা হতে থাকে । নানা রকম অসামাজিক কাজ হওয়ার সম্ভবনা থাকে । রোগী কল্যান সমিতির
চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ বলেন ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে । এগুলি বন্ধ করতে হবে
বলে তিনি উল্লেখ করেন । তিনি বলেন হাসপাতালের ভিতরে বাইক রেখে অনেকেই বিভিন্ন
জায়গায় কাজ করতে যায় । এটা একটা পারকিং স্থান হয়ে দাঁড়িয়েছে । এগুলিকে বন্ধ করতেই
পুলিশ কে খবর দেওয়া হয় । পুলিশ এসে হাসপাতাল চত্বর থেকে বাইক গুলি সরিয়ে দেয় বলে
রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ জানান । চব্বিশ ঘন্টা হাসপাতালের
ভিতরে বেসরকারি বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকবে এটা হতে পারে না বলে তিনি উল্লেখ করেন
। অবৈধ পারকিং বন্ধ করতে হাসপাতালের সুপার ডাঃ রঞ্জিত মন্ডল কেও দেখতে বলা হয়েছে বলে রোগী কল্যান সমিতির
চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ জানান । প্রসঙ্গত দিনহাটা মহকুমা হাসপাতালে দালাল চক্র
বন্ধ করতে এবং অ্যাম্বুলেন্স চালকদের
হাসপাতাল থেকে সরানোর জন্য রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ বেশ
কিছু দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে
। উদয়ন গুহর এই উদ্যোগ কে হাসপাতালে ভর্তি
থাকা রোগীদের পরিবারের আত্মীয় পরিজন রা সাধুবাদ জানালেও হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসক ও কর্মীদের একটি অংশের মদতেই এই অ্যাম্বুলেন্স চালকরা
হাসপাতাল চত্বরেই থাকার সাহস পাচ্ছিল বলে অভিযোগ
। বিধায়ক উদয়ন গুহ কড়া হাতে হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে এবং অ্যাম্বুলেন্স চালকদের হাসপাতাল থেকে অন্যত্র
সরানোর জন্য পদক্ষেপ নেওয়ায় স্বাভাবিক ভাবেই খুসি হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের
আত্মীয় পরিজনরা ।
