দিনহাটা হাসপাতালে অসামাজিক কাজ রুখতে কড়া পদক্ষেপ নিলেন দিনহাটা বিধায়ক


সুভাষ মন্ডল , দিনহাটা ঃ দিনহাটা মহকুমা হাসপাতাল চত্বরে  নানা অসামাজিক কাজ বন্ধ করতে ভিতরে থাকা বাইরের সব গাড়ি সড়িয়ে দিল রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ । শনিবার সকালে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ আচমকাই মহকুমা হাসপাতালে ঢুকে ভিতরে থাকা বাইরের সব গাড়ি সরিয়ে দেন ।  উল্লেখ্য  বুধবার রাত দশটা নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতালের ভিতরে মদের আসর বসে  ।  হাসপাতালের বহির্বিভাগের সামনে ফোর হুইলার গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের এক অংশের মদতেই বহিরাগত কয়েকজন  যুবক  হাসপাতালের ভিতরে ঢুকে উচ্চস্বরে গান বাজিয়ে মদের আসর বসাতে সক্ষম হয়   দিনহাটা মহকুমা হাসপাতালের ভিতরে এভাবে প্রায়ই  মদের আসর বসে বলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবারের আত্মীয় পরিজনদের অনেকেরই অভিযোগ । বহিরাগত যুবকরা কিভাবে মহকুমা হাসপাতালের ভিতরে মদের আসর বসাতে সক্ষম হল তা নিয়ে প্রস্ন দেখা দেয়  ।  হাসপাতালের ভিতরে মদের আসর ও অসামাজিক কাজ বন্ধ করতে বিধায়ক উদয়ন গুহ নিজে উদ্যোগী হয়ে আচমকাই এদিন সকালে হাসপাতালে অভিযান চালায় । এদিন পুলিশ কে সঙ্গে নিয়ে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ হাসপাতালের ভিতরে থাকা বেসরকারী বিভিন্ন গাড়ি সড়িয়ে দেন । তিনি বলেন  বেসরকারী কিছু গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকে । গাড়ি থাকা মানেই অনেক লোক সেখানে থাকা । তারা কারা , রোগীর পরিবারের কিনা কেউ খোজ নেওয়ার নেই । সবাভাবিক ভাবেই একটা জটলা হতে থাকে । নানা রকম অসামাজিক কাজ হওয়ার সম্ভবনা থাকে । রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ বলেন ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে । এগুলি বন্ধ করতে হবে বলে তিনি উল্লেখ করেন । তিনি বলেন হাসপাতালের ভিতরে বাইক রেখে অনেকেই বিভিন্ন জায়গায় কাজ করতে যায় । এটা একটা পারকিং স্থান হয়ে দাঁড়িয়েছে । এগুলিকে বন্ধ করতেই পুলিশ কে খবর দেওয়া হয় । পুলিশ এসে হাসপাতাল চত্বর থেকে বাইক গুলি সরিয়ে দেয় বলে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ জানান । চব্বিশ ঘন্টা হাসপাতালের ভিতরে বেসরকারি বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকবে এটা হতে পারে না বলে তিনি উল্লেখ করেন । অবৈধ পারকিং বন্ধ করতে হাসপাতালের সুপার ডাঃ রঞ্জিত মন্ডল  কেও দেখতে বলা হয়েছে বলে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ জানান । প্রসঙ্গত দিনহাটা মহকুমা হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে এবং  অ্যাম্বুলেন্স চালকদের হাসপাতাল থেকে সরানোর জন্য রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ বেশ কিছু দিন ধরেই চেষ্টা চালিয়ে  যাচ্ছে ।  উদয়ন গুহর এই উদ্যোগ কে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবারের আত্মীয় পরিজন রা সাধুবাদ জানালেও হাসপাতালের এক শ্রেণীর  চিকিৎসক ও কর্মীদের  একটি অংশের মদতেই এই অ্যাম্বুলেন্স চালকরা হাসপাতাল চত্বরেই থাকার সাহস পাচ্ছিল বলে অভিযোগ  । বিধায়ক উদয়ন গুহ কড়া হাতে হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে এবং  অ্যাম্বুলেন্স চালকদের হাসপাতাল থেকে অন্যত্র সরানোর জন্য পদক্ষেপ নেওয়ায় স্বাভাবিক ভাবেই খুসি হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের  আত্মীয় পরিজনরা ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.