জুয়া বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

শিরনাম ২৪ ডেস্ক , দিনহাটা, ৭ জানুয়ারি: দিনহাটার বিভিন্ন গ্রামে রমরমিয়ে চলছে মদ ও জুয়ার আসড় । আর এই জুয়ার আসড়ে হানা দিয়ে   শীতের রাতে জুয়ারিদের হাতে  আক্রান্ত হলেন  পাঁচ পুলিশ কর্মী  দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার অর্ন্তগত নাজিরহাট এলাকার রাজ্য সড়কের পাশে রমরমিয়ে চলছিল জুয়ার আসড় । সেই জুয়ার ঠেকে হানা দিয়ে জখম হলেন পাঁচ পুলিশ কর্মী । স্থানীয় সূত্র জানা গিয়েছে , নাজির হাট  শালমারা রাজ্য সড়কের পাশে কালি মন্দির সংলগ্ন মাঠে টানা কয়েকদিন ধরেই রমরমিয়ে  চলছিল মদ ও জুয়ার আসড় । এদিকে দিনহাটা এস ডি পি ও কুন্তল ব্যানার্জি সীমান্ত সংলগ্ন প্রত্যান্ত গ্রাম গুলিতে জুয়া খেলা বন্ধ করার প্রচার চালাচ্ছেন ঠিক তার উল্টো দিকে   কার্যত পুলিশকে ম্যানেজ করেই চলছিল এই মদ ও জুয়ার আসড় বলে অভিযোগ । দিনহাটার দুই ব্লকের সাহেব গঞ্জ থানার অধিনস্ত  সীমান্ত গ্রাম নাজির হাটের কালির মাঠে জুয়ার আসরের খবর জেলা পুলিশ সুপারের কানে পৌঁছতেই নড়ে চড়ে বসে জেলা পুলিশ প্রশাসন ।জানা গিয়েছে  পুলিশ সুপারের   নির্দেশে  রবিবার রাতেই পুলিশ অভিযান চালায় ওই জুয়ার আসড়ে ।  অবৈধ জুয়ার অভিযানে নামতেই আক্রান্ত হতে হয় পুলিশকে । পুলিশ জুয়া বন্ধ করতে মাঠে নামা মাত্রই হামলা চালায় জুয়ারিরা । জুয়ারিদের আক্রমনে আহত হয় পুলিশ কর্মী । রাতেই   ঘটনাস্থালে ছুতে যান জেলা পুলিশ সুপার ডাঃ ভোলানাথ পান্ডে , অতিরিক্ত পুলিশ সুপার ডি দিব্বা , দিনহাটা মহকুমা পুলিশ আধিকারির কুন্তল ব্যানার্জি । জুয়ারিদের আক্রমনে আহত পুলিশ কর্মীদের দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । আহতদের মধ্য দুই পুলিশ কর্মির অবস্থা সংকট জনক হওয়ায় তাদের কুচবিহারে স্থানান্তরিত করা হয় । আহতদের মধ্যে দুই জনের অবস্থা এখন সঙ্গকট জনক বলে জানা গিয়েছে ।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে , নাজির হাট হাসপাতাল মোড় পুরোনো কালিবাড়ি পুজো কমিটির ব্যাবস্থাপনায় বেশ কয়েকদি ধরে কালির মাঠে শুরু হয়েছে ভদ্রা কালির মেলা । এই মেলাকে কেন্দ্র করে চলছিল অবৈধ মদ ও জুয়ার আসড় । এই জুয়ার আসড়ে পুলিশ হানা দিতেই মারমুখি হয় জুয়ারিরা । জানা গেছে , জুয়ার মাঠের থেকে পুলিশ কর্মীদের বেশ কিছুটা দূরে টেনে এনে মারধোর করে জুয়ারিরা । এই ঘটনাকে ঘিরে এলাকা এখনো থমথমে । পুলিশ সূত্রে জানা গিয়েছে , এই ঘটনায় নৌসাদ আলি , নুর আমিন মিয়াঁ কে আটক করা হয়েছে ।
নাজিরহাট কান্ডে ধৃত । -নিজস্ব চিত্র

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.