সুভাষ
মন্ডল,কোচবিহার ঃ রাজ্য খো খো প্রতিযোগিতায় অংশ নিতে রওনা হলো কোচবিহারের দল । জুনিয়ার রাজ্য খো খো প্রতিযোগিতায় অংশ নিতে পূর্ব মেদিনিপুরে
রওনা দিল কোচবিহার জেলা দল । শনিবার ১৩ সদস্যের কোচবিহার জেলা খো খো দল পূর্ব
মেদিনিপুরের উদ্দেশ্যে রওনা দেয় ।
পশ্চিমবঙ্গ রাজ্য খোখো সংস্থার পরিচালনায় ও পূর্ব মেদিনিপুর জেলা খো খো
সংস্থার ব্যবস্থাপনায় রাজু স্তরীয় ৪১ তম
জুনিয়ার এই খো খো প্রতিযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব মেদিনিপুরের সুতাহাটা
বাবুপুর এগ্রিকালচার হাইস্কুলের মাঠে । রবিবার ২৪ শে ডিসেম্বর থেকে দুই দিন ব্যাপী
এই প্রতিযোগিতা চলবে ২৫ শে ডিসেম্বর পর্যন্ত বলে কোচবিহার জেলা খো খো সংস্থার সম্পাদক
অজিত চন্দ্র বর্মণ জানান । রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতায় কোচবিহার জেলা খো খো দলের
খেলোয়াড়রা হলেন সুদীপ বর্মণ , সজল বর্মণ , মমিনুর হক , জিয়ারুল হোসেন , গণেশ বর্মণ
, জনাব আলি , রাজীব হোসেন , দিলীপ বর্মণ , সফিকুল মিয়া , নয়ন আধিকারী , অসীম
চন্দ্র বর্মণ , ফারহাদ জামান , রাহুল হক বলে কোচবিহার জেলা খো খো সংস্থার সম্পাদক
অজিত চন্দ্র বর্মণ জানান ।দলের কোচ হলেন রাহুল সরকার এবং দলের
ম্যানেজার হলেন বিশাল বর্মণ ও
তন্ময় বর্মণ । পূর্ব মেদিনিপুরে অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতায়
কোচবিহার জেলা অনূর্ধ্ব ১৮ বালক দল ভাল ফল করবে বলে আশাবাদী জেলা খো খো সংস্থার
সম্পাদক অজিত চন্দ্র বর্মণ সহ অন্যান্যরা ।

