শিরোনাম ২৪ ডেস্ক , দিনহাটাঃ ভেটাগুড়িতে জয়জয়কার তৃণমূল যুব কংগ্রেসের । দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ ও ভেটাগুড়ি ২ এই দুটি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃনমূল যুব কংগ্রেস মনোনীত প্রার্থীরা । জানা গিয়েছে, ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ১০ আসনের মধ্যে ৭ টি আসনেই যুব তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছে অন্য দিকে ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের মোট আসন
সংখ্যা ১৪ টির তৃণমূল যুব কংগ্রেসই ৯ টি তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে । ফলে ওই গ্রাম পঞ্চায়েত দুটিতেই
অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামানিকের জয়জয়কার অব্যাহত ।শনিবার সন্ধ্যায়
ভেটাগুড়ি এলাকায় এই জয়ের পড়ে আবির খেলায় মেতে ওঠে এলাকার বাসিন্দা থেকে শুরু করে
তৃনমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা । জেলার প্রিয় নেতা নিশীথ প্রামানীকের পাশে দারিয়ে
চলে দেদার সেলফি তোলা । তারই সাথে শুরু হয় মিষ্টি মুখ। বিষয়টি নিয়ে কোচবিহার জেলা
সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন , এই জয় মা,মাটি,মানুষের । আগামীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশমত
উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ।

