টানা কয়েক দিন তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও এদিন যুব কর্মীরা দখলে নেয় দিনহাটা ১ ব্লক অফিস



শিরোনাম ২৪ ডেস্কদিনহাটা, ৫ এপ্রিলঃ রাতভর জেগে দিনহাটা ১ সমষ্ঠি উন্নয়ন আধিকারিকের করন কার্যত নিজেদের দখলে রাখল তৃনমূল যুব কংগ্রেস । বৃহস্পতিবার সকাল থেকেই তৃনমূল যুব কংগ্রেস কর্মীদের ভীর উপচে পড়ে তৃনমূল যুব কংগ্রেস কর্মী ও সমর্থকেদের । টানা কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস  দিনহাটা ১ সমষ্ঠি উন্নয়ন আধিকারিকের করন কার্যত নিজেদের দখলে রাখতে পারলেও এদিন খবর লেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেদের দেখা যায়নি । তৃনমূল যুব কংগ্রেসের টাউন ব্লক সভাপতি আজয় রায় জানান , তৃনমূল যুব কংগ্রেস সব সময় কাজ করলেও তাদের কোন গুরুত্ব দেওয়া হয় না । তৃনমূল যুব কংগ্রেস কে না নিয়েই তৃণমূল কংগ্রেস মনোনয়ন পত্র জমার কাজ করছে । মূখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শ মেনে তারা কাজ করছে । তৃনমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সম্পাদক তথা দিনহাটা -১ ব্লক সভাপতি নিশীথ প্রামাণিক ও আহ্বায়ক নারায়ন শর্মা , অজয় রায় , রফিক আহমেদ , মরন মন্ডল প্রমূখের  নেতৃত্বে এদিন দিনহাটা ১ সমষ্ঠি উন্নয়ন আধিকারিকের করনে তৃনমূল যুব কর্মীদের ভীর উপচে পড়ার পাশাপাশি ব্যপক উৎসাহ লক্ষ্য করা যায়  ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.