শিরোনাম ডেস্ক, ১২ এপ্রিলঃ তৃনমূল কর্মী খুনের ঘটনার কিছু সময় কাটতে না কাটতেই দিনহাটার সীমান্তবর্তী গ্রাম দড়িবশ এলাকায় তৃণমূল যুব কর্মী গুলি বিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল । বুধবার রাতে তৃনমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনার পরপরই দিনহাটার গিতালদহের দরিবশ এলাকায় রুস্তম আলি নামের এক তৃণমূল যুব কংগ্রেস কর্মী গুলি বিদ্ধ হয় । যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ জমা পড়েনি । সাথানিয় সূত্রে জানা যায় , বুধবার পঞ্চায়েত নির্বাচনের স্কুটিনি পর্ব শেষ হওয়ার পরই দিনহাটার সীমান্তবর্তীগ্রাম গীতালদহ , দরিবশ , খারিজা গীতালদহ সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ শুরু হয় । তাঁর জেরে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস দুই রাজনৈতিক দলেরই কর্মী জখম হয় । নির্বাচনের প্রথম বলি হয় তৃণমূলের এক কর্মী । যদিও গোষ্ঠী সংঘর্ষের কথ উড়িয়ে দিয়ে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রমানিক বলেন , সীমান্তবর্তী গ্রাম গুলিতে ইদানিং সমাজ বিরোধীরা খুব সক্রিয় হয়ে উঠেছে । সেই সমাজ বিরোধী দুষ্কৃতকারীরাই রুস্তম আলিকে গুলি চালায় বলে তিনি জানান । নিশীথ বাবু আরো বলেন , তৃণমূল যুব কংগ্রেস বা অন্য কোন রাজনৈতিক দলের কর্মী জখম হওয়া বা মৃত্যু বরন করা দুর্ভাগ্য জনক বলে তিনি উল্লেখ করেন ।
