দিনহাটায় গুলি বিদ্ধ তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মী

শিরোনাম ডেস্ক, ১২ এপ্রিলঃ তৃনমূল কর্মী খুনের ঘটনার কিছু সময় কাটতে না কাটতেই  দিনহাটার সীমান্তবর্তী গ্রাম দড়িবশ এলাকায় তৃণমূল যুব কর্মী গুলি বিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল । বুধবার রাতে তৃনমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনার পরপরই দিনহাটার গিতালদহের দরিবশ এলাকায় রুস্তম আলি নামের এক তৃণমূল যুব কংগ্রেস কর্মী গুলি বিদ্ধ হয় । যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ জমা পড়েনি । সাথানিয় সূত্রে জানা যায় , বুধবার পঞ্চায়েত নির্বাচনের স্কুটিনি  পর্ব শেষ হওয়ার পরই দিনহাটার সীমান্তবর্তীগ্রাম গীতালদহ , দরিবশ , খারিজা গীতালদহ সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ শুরু হয় ।  তাঁর জেরে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস দুই রাজনৈতিক দলেরই কর্মী জখম হয় । নির্বাচনের প্রথম বলি হয় তৃণমূলের এক কর্মী । যদিও গোষ্ঠী সংঘর্ষের কথ উড়িয়ে দিয়ে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রমানিক বলেন , সীমান্তবর্তী গ্রাম গুলিতে ইদানিং সমাজ বিরোধীরা খুব সক্রিয় হয়ে উঠেছে । সেই সমাজ বিরোধী দুষ্কৃতকারীরাই রুস্তম আলিকে গুলি চালায় বলে তিনি জানান । নিশীথ বাবু আরো বলেন , তৃণমূল যুব কংগ্রেস বা অন্য কোন রাজনৈতিক দলের কর্মী জখম হওয়া বা মৃত্যু বরন করা দুর্ভাগ্য জনক বলে তিনি উল্লেখ করেন । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.