দিনহাটা-ভেটাগুড়িতে যুবদের শক্তি প্রদর্শন


৮এপ্রিল, শিরোনাম ডেস্কঃ টানা কয়েক দিন থেকে দিনহাটা ১ বিডিও অফিস দখল তাঁর পর হাজার খানেক কর্মী সমর্থকেদের নিয়ে মিছিল । বৃহস্পতিবার থেকে শুরু করে এদিন পর্যন্ত দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করন , মহকুমা শাসকের করন , নিজেদের দখলে রাখে তৃনমূল যুব কংগ্রেসের কর্মীরা । শুধু অফিস দখলই নয় দিনহাটার ভেটাগুড়ি এলাকায় শুক্রবার  সন্ধ্যায় তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা নম্বর ব্লকের আহ্বায়ক নারায়ণ শর্মার নেতৃত্বে এক বিরাটা মিছিল ভেটাগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । উক্ত মিছিলে অংশ নেয় , দিনহাটা নম্বর ব্লকের আহ্বায়ক নারায়ণ শর্মা, যুব নেতা রফিক (লেবু), আনন্দ বর্মন , হামিদুল , নাজির সহ প্রমুখ । যদিও শুক্রবার  সন্ধ্যায় তৃনমূল যুব কংগ্রেসের মিছিলের পর তৃনমূল কংগ্রেসের তরফে একটি মিছিল বার করা হয় । কিন্তু তৃনমূল কংগ্রেসের মিছিলের তুলনায় তৃনমূল যুব কংগ্রেসের মিছিলে নাকি ভীর ছিল চোখে পড়ার মতো বলে প্রত্যক্ষদর্শীরা জানান । পাশাপাশি দিনহাটার গিতালদহ , ওকরাবাড়ি , মুন্সির হাট, শোলমারী, নাজিরহাট, ভেটাগুড়ি, পুঁটিমারী, মাতালহাট সহ  কোচবিহার জেলার বিস্তৃর্ন এলাকায় দিনকে দিন তৃণমুল যুব কংগ্রেসের শক্ত ঘাটি গরে উঠছে । দিনহাটায় তৃণমূল যুব কংগ্রেস বনাম তৃনমূল কংগ্রেসের লড়াই দীর্ঘ দিনের সম্প্রতি মুন্সির হাট হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনের সময়  লড়াই দেখা যায় মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন কে ঘিরে গুলি  চলে ।  পরবর্তীতে মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূল যুব কংগ্রেস বা নিশীথ প্রামাণিক  অনুগামীরা জয়ী হয়েছিলেন এবার পঞ্চায়েত নির্বাচনেও অনেক এলাকায়  যুবদের পাল্লাভারি  আর সে কারনেই যুবদের মনোনয়ন জমা দিতে দেয়া হচ্ছিল না বলে তথ্যবিজ্ঞ মহলের মত ।তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিক বলেন , তৃনমূল কংগ্রেস কে যারা লড়াই করে ক্ষমতায় এনেছিল তাদেরকেই বাদ দিয়ে দিয়েছে তৃনমূল কংগ্রেস ।শুধু মাত্র কোচবিহার জেলায় একতরফা ভাবে প্রার্থী দিচ্ছে তৃনমূল কংগ্রেস । এই ঘটনা  মেনে নিতে পারছেন পুরানো কর্মীরা  তিনি আরো জানান , গোটা বিষয়টি  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে তাঁদের নির্দেশ মোতাবেক পরবর্তী সিধান্ত তারা গ্রহন করবে বলে সাফ জানিয়ে দিয়েছে কোচবিহার জেলা সাধারন সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিক  তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা নম্বর ব্লকের আহ্বায়ক নারায়ণ শর্মা জানান, রিতি মত চ্যালেঞ্জ ছুড়ে যুব দের মনোনয়ন জমা দিতে দিচ্ছিল না তৃণমূল কংগ্রসে । ঠিক তাঁর পরেই আমরা মনোনয়ন পত্র জমা দিতে শুরু করি । তাঁর পর থেকে তৃনমূল মাদারের কারো দেখা পাওয়া যাচ্ছে না বলে জানান নারায়ন বাবু ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.