বেছে বেছে যুব নেতা কর্মীদের হেনস্থার অভিযোগ পুলিসের বিরুদ্ধে


দিনহাটা, ২৫ এপ্রিলঃ  কোন রকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই  তৃনমূল যুব কংগ্রেসের জেলা সাধারন সম্পাদকের বাড়িতে  হানা দিয়ে  প্রায় পঞ্চাশ জন  কর্মী সমর্থককে  আটক  করার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে । দিনহাটা-১ ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুব নেতার বারিতে  কর্মীরা দেখা করতে এলে বুধবার   দুপুরে  সেখানে  তল্লাসি চালায়  পুলিশ । তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক  দিনহাটা-১ ব্লক সভাপতি তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ  নিশীথ প্রামানিকের বাড়িতে দেখা করতে আসা প্রায় পঞ্চাশ জন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থক কে   পুলিশ আটকের ঘটনায়  ক্ষোভ প্রকাশ করেন যুব করমিরাও । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত কয়েক দিন ধরে দিনহাটার   বিভিন্ন এলাকায় বাড়ি ঘড় ভাংচুরের ঘটনা  ঘটে চলছে । প্রতিক্ষেত্রেই শাসক দলের দুই পক্ষের মধ্যে  এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ । সে কারনেই এদিন দিনহাটার বিভিন্ন স্থানে  পুলিশ  তল্লাসি চালায়  । পুলিশ সূত্রে জানা গেছে এদিন  ভেটাগুড়ি এলাকা থেকেও বেশ কয়েক জন যুব কর্মীকে  তুলে আনা হয়েছে । বিষয়টি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের নেতা আনন্দ বর্মন বলেন , সার্চ ওয়ারেন্ট ছাড়াই  তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক  দিনহাটা-১ ব্লক সভাপতি  নিশীথ প্রামানিকের বাড়িতে  তল্লাশির পাসাপাশি নেতার  সাথে দেখা করতে আসা দলের কর্মী সমর্থকেদের পুলিশ তুলে নিয়ে যায় ।পাশাপাশি গত কয়েক দিনে নানা সংঘর্ষের ঘটনায় যুব দের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও এক জন তৃণমূল কর্মীকেও পুলিশ গ্রেফতার না করে যুব কর্মীএর নানা ভাবে হেনস্থা করছে বলে অভিযোগ ।   বিষয়টি নিয়ে  দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডয়াল বলেন  জিজ্ঞাসাবাদের জন্য যুব কর্মীদের তুলে আনা হয়েছে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.