শিরোনাম২৪ ডেস্কঃ ১০এপ্রিলঃ দিনহাটা শহরের ডাকবাংলা পারায় স্থানীয় একটি চ্যানেলের কনফারেন্স হলে দিনহাটা প্রেস ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় । এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক দিলীপ রায় , সুভাষ মণ্ডল , প্রশান্ত সাহা , সুমন মণ্ডল , আবির ভট্টাচার্য , মনসুর হাবিবুল্লাহ , প্রসেঞ্জিত সাহা , উজ্জ্বল বর্মন , শুভদীপ চক্রবর্তী , রবিউল আলি ,
আশিস পাল ,
কপিল দেব কোঙ্গার প্রমুখ
।দিলীপ রায়ের সভাপতিত্বে এদিনের সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি নতুন কমিটি গঠিত হয়
। প্রবীন সাংবাদিক দিলীপ রায় কে সভাপতি ও সুভাষ মন্ডল , হরিপদ রায় কে সহ সভাপতি , সুমন মণ্ডল , প্রশান্ত সাহা ও আবীর ভট্টাচার্য
ও শুভঙ্কর সাহা কে যুগ্ম সম্পাদক , দীপঙ্কর দত্ত
ও মনসুর হাবিবুল্লাহ কে কোষাধ্যক্ষ করে একটি কমিটি গঠিত হয় । এদিন দিনহাটা প্রেস ক্লাবের কমিটি গঠন ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় । বিভিন্ন স্থানে
সাংবাদিকদের উপর আক্রমন নিয়ে
উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয় । উল্লেখ্য দিন কয়েক আগে কোচবিহার-১ ব্লকের বিডিও অফিসে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমার খবর করতে গিয়ে সাংবাদিকদের উপর আক্রমন করা । তাদের সাথে থাকা ক্যামেরা সহ অন্যান্য জিনিস কেড়ে নেওয়া হয় । এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা জেলা পুলিশ সুপারের দপ্তরে অবস্থানে বসে । কাজ করতে গিয়ে সাংবাদিকদের উপর আক্রমন গণতন্ত্রের উপর আক্রমন বলে এদিনের সভায় নিন্দা প্রস্তাব নেওয়া হয় ।

