Header Ads

দিনহাটা প্রেস ক্লাবের কমিটি গঠন


শিরোনাম২৪ ডেস্কঃ ১০এপ্রিলঃ দিনহাটা শহরের ডাকবাংলা পারায় স্থানীয় একটি চ্যানেলের কনফারেন্স হলে দিনহাটা প্রেস ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায়  উপস্থিত ছিলেন  সাংবাদিক   দিলীপ রায় , সুভাষ মণ্ডল , প্রশান্ত সাহা , সুমন মণ্ডল ,  আবির ভট্টাচার্য ,  মনসুর হাবিবুল্লাহপ্রসেঞ্জিত সাহা , উজ্জ্বল বর্মন , শুভদীপ চক্রবর্তী , রবিউল আলি , আশিস পাল , কপিল দেব কোঙ্গার প্রমুখ  দিলীপ রায়ের সভাপতিত্বে এদিনের সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি নতুন কমিটি গঠিত হয়    প্রবীন সাংবাদিক দিলীপ  রায়  কে সভাপতি   সুভাষ মন্ডল  , হরিপদ রায় কে সহ সভাপতি , সুমন মণ্ডল , প্রশান্ত সাহা আবীর ভট্টাচার্য ও শুভঙ্কর সাহা কে যুগ্ম সম্পাদক , দীপঙ্কর দত্ত ও মনসুর হাবিবুল্লাহ কে কোষাধ্যক্ষ করে একটি কমিটি গঠিত হয় এদিন দিনহাটা প্রেস ক্লাবের কমিটি গঠন ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বিভিন্ন স্থানে  সাংবাদিকদের উপর আক্রমন নিয়ে  উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়  উল্লেখ্য দিন কয়েক আগে কোচবিহার- ব্লকের বিডিও অফিসে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমার খবর করতে গিয়ে সাংবাদিকদের উপর আক্রমন করা তাদের সাথে থাকা ক্যামেরা সহ অন্যান্য জিনিস কেড়ে নেওয়া হয় এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা জেলা পুলিশ সুপারের দপ্তরে অবস্থানে বসে কাজ করতে গিয়ে সাংবাদিকদের উপর আক্রমন গণতন্ত্রের উপর আক্রমন বলে এদিনের সভায় নিন্দা প্রস্তাব নেওয়া হয়


No comments

Powered by Blogger.