শিরোনাম ২৪ ডেস্ক ২৮ এপ্রিলঃ তৃনমূল যুব কংগ্রেসের দলীয় কার্যালয় ও তৃনমূল যুব কংগ্রেসের প্রার্থীর
বাড়িতে আগুন লাগানো ছারাও একাধিক বাড়ি
ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে ছড়িয়ে পড়ল
। দিনহাটা-১ ব্লকের পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা এলাকায় শুক্রবার রাতে
তৃনমূল যুব কংগ্রেস দলের কার্যালয় ও তৃনমূল যুব কংগ্রেসের প্রার্থীর
বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার
ঘটনা ছারাও যুব তৃনমূল প্রার্থীর বাড়ি সহ ৭ টি বাড়ি ভাঙচুরের ঘটনাকে ঘিরে চ্চরম উত্তেজনা
ছড়িয়ে পড়ল । তৃনমূল যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ে
ভাঙচুর ছারাও দলীয় পতাকা এমনকি মমতা ব্যানারজীর
ছবি ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । দলীয় কার্যালয়ে আগুন ও বেশ
কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয় তৃনমূল নেতৃত্ব বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল
তুললেও দলের যুব সংগঠনের পক্ষ থেকে অবশ্য এই ঘটনার জন্য দলের মূল সংগঠনের দিকে
অভিযোগ তোলা হয়েছে । স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতা গ্রাম পঞ্চায়েত প্রার্থী মোসলেম
মিয়া বলেন শনিবার ভোর ৩ টে নাগাদ বিজেপি দলের কিছু দুষ্কৃতী ঐ এলাকার বেশ কিছু দোকান পাট ভাঙচুর পাশাপাশি দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে ও এলাকার বেশ কিছু বাড়ি
ভাঙচুর করে বলে অভিযোগ । বিজেপি দলের কর্মী সমর্থকরা
যারা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন তারাই দলের কার্যালয়ে ভাঙচুর করা ছারাও বেশ কয়েকটি
বাড়ি ভাঙচুর করে । এমনকি বিজেপি দলের কর্মী সমর্থকরা গোটা এলাকাকে অশান্ত করে
তোলার চেষ্টা চালাচ্ছে । এদিকে তৃনমূল যুব
কংগ্রেসের কোচবিহার জেলা
সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন , তৃণমূল যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ে
অগ্নীসংযোগ পাশাপাশি মূখ্যমন্ত্রীর ছবি ছিরে তাতে অগ্নিসংযোগ করা হয় । এ প্রসঙ্গে
দিনহাটা ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নুর আলম হোসেন কে ফোন করা হলে তাকে
পাওয়া যায়নি ।
