একের পর এক অঞ্চল দখল, তৃণমূল যুবর


শিরোনাম ২৪ ডেস্ক কোচবিহারঃ একের পর এক অঞ্চল দখল । এ যেন এক ফিল্মি কায়দায় পঞ্চায়েত ভোট পর্বের আগেই কার্যত  ৫০ শতাংশ অঞ্চল দখল নিজের দখলে নিয়ে নিয়েছে “বিট্টু”র নেতৃত্বে তৃনমূল যুব কংগ্রেস । কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক ওরফে বিট্টুর এহেন কর্মকান্ড কে জেলা বাসীদের মধ্যে অনেকেই “ফিল্মী কায়দা” আখ্যা দিয়েছে কেউ আবার বিট্টুকে বলেছে “মডেল” । বিট্টুর জনপ্রিয়তা দিনকে দিন এতটাই বেড়ে যাচ্ছে যে তাকে নকল করে ইতিমধ্যেই অধিকাংশ যুবক রাখছে তাঁর কায়দায় দাড়ি । জানা গিয়েছে, দিনহাটা মহকুমার ১৬ টি আসনের মধ্যে ইতিমধ্যেই ৮টি আসন কার্যত তৃনমূল যুব কংগ্রেস নিজেদের দখলে নিয়েছে । সুত্রের দাবী বাকি আটটি আসনের মধ্যেও সিংহভাগ আসন খুব শীঘ্রই যুবদের দখলে চলে আসবে । ভেটাগুড়ি থেকে শুরু করে গোসানিমারী পর্যন্ত পুরো এলাকাই যুবরা কার্যত নিজেদের দখলে নিয়ে নেয় । মাতালহাট সমেত কয়েকটি আসনে যুবদের একটু আসুবিধে হলেও বর্তমানে নিজেদের দখলে আসে বলেই দাবী করছে তৃণমূল যুব কংগ্রেসের জেলা নেতৃত্ব । একের পর এক পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে  গ্রাম প্রধান সহ হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে তৃণমূল যুব কংগ্রেসে যুক্ত হচ্ছে । দিনকে দিন বেড়ে যাচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সদস্য সংখ্যাও । অভিযোগ , “পরিবার তান্ত্রিক” দল ছেড়ে মানুষ চাইছে স্বতন্ত্রতা । সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়েতৃণমূল যুব কংগ্রেসে আসা  নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন , “দিনহাটা এক ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা নিজে জেলা পরিষদের প্রার্থী , তাঁর স্ত্রী পঞ্চায়েত সমিতির প্রার্থী , তাঁর মা পঞ্চায়েত প্রার্থী , তাঁর মামিমা পঞ্চায়েতের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছে । সে কারনে একে পরিবার তান্ত্রিক ছাড়া আর কিছু বলা যায় না”। আবার কারো কারো মতে বিপদের যে বন্ধু তাঁর সাথেই তো থাকতে হয় । তথ্যবিজ্ঞ মহলের মতে , সামনে বিধানসভা নির্বাচন কে নজরে রেখে এগোচ্ছে বিট্টু । তবে এ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিক বলেন , মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসের পথ চলা । মানুষের পাশে সব সময় আছি এবং থাকবো ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.