গ্রাম প্রধান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা - নেতৃদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ


শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা  ঃ টাকার নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একজনের ঘর  অন্যকে দেওয়ার  অভিযোগ উঠল তৃনমূল কংগ্রেস পরিচালিত পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষের বিরুদ্ধে । পঞ্চায়েত ভোটের মুখে দিনহাটা-১ ব্লকের পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের কুটিবাড়ি এলাকায় মহিলা সহ স্থানীয় বাসিন্দাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ আন্দোলন কে ঘিরে  ব্যপক আলোড়ন ছড়িয়ে পড়ে । বরাদ্দ কৃত ঘর না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের কুটিবাড়ি গ্রামের শনিবার রাস্তা অবরোধ করে আন্দোলনে নামে । সংশ্লিষ্ট গ্রামের  বাসিন্দাদের জোহরা বেওয়া , রতন দাস , সাহানুর মিয়া ,সামসুল হক প্রমুখরা সরকারী ঘর না পেয়ে  শুক্রবার দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানান গ্রাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান , পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভের বিরুদ্ধে । আন্দোলনকারীরা  বলেন তাদের সরকারি ঘর ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান ও অন্যান্যরা  মিলে কয়েক হাজার করে টাকা  নেন । তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলেও তাদের সেই ঘর আরো বেশী টাকার বিনিময়ে অন্যদের কে দেওয়া হয় বলে অভিযোগ । আন্দোলনকারী বেনিফিসিয়ারিরা  সরকারী ঘর দেওয়া থেকে শুরু করে পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েত করতিপক্ষ্যের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে ধরেন । সরকারী ঘর দেওয়া নিয়ে দুর্নীতির বিষয়টি বাসিন্দাদের পক্ষ থেকে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানারজী থেকে শুরু করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে  জানান হবে বলে তারা জানান ।  বিষয়টি নিয়ে  গ্রাম পঞ্চায়েতের প্রধান  সুরাইয়া বিবির সাথে যোগাযোগ করা হলে তিনি   বলেন বেনিফিসিয়ারিরা সরকারি ঘর ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ নিয়ে যে অভিযোগ তুলেছেন তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি তিনি বেনিফিসিয়ারিদের তোলা অভিযোগ কে ভিত্তিহীন বলে উল্লেখ করেন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.