হাজার খানেক কর্মী সমর্থক নিয়ে তৃণমূল যুবর বর্ণাঢ্য মিছিল


শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা , ২২ এপ্রিলঃ নির্বাচনী প্রচারে বর্ণাঢ্য মিছিল করলো তৃণমূল যুব কংগ্রেস । রবিরার সন্ধ্যায় পুটিমারি ১ অঞ্চলে হাজার খানেক কর্মি সমর্থকেদের নিয়ে পুটিমারি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা কর । এই মিছিল কে কেন্দ্র করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের  ব্যাপক উৎসাহ দেখা যায় । তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা ১ ব্লক আহ্বায়ক নারায়ন শর্মা ও কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক ঘনিষ্ট আনন্দ বর্মন ও রফিক খানের নেতৃত্বে এই মিছিল দিনহাটা ১ ব্লকের ১নং গেট থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে । এদিনের এই মিছিলে পুটিমারি ১ অঞ্চলের কার্যকারি সভাপতি মোঃ মফিজ হক , নুরুল হুদা , রেজাউল করিম সহ প্রমুখ অংশ গ্রহন করে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.