দিনহাটায় তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল

শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা:  তৃনমূল নেত্রী মমতা ব্যানারজি ও যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কে সামনে রেখে দলের দিনহাটার নেতাদের বিরুদ্ধে  যুব কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে ধিক্কার মিছিল করল তৃনমূল যুব কংগ্রেস শুক্রবার যুব সংগঠনের পক্ষ থেকে দিনহাটা শহরে ওই মিছিল হয়   ওই মিছিল থেকে দিনহাটার দুই বিধায়ক উদয়ন গুহ  , জগদীশ বসুনিয়া তৃনমূল কংগ্রেসের দিনহাটা নম্বর ব্লক সভাপতি নূর আলম হোসেনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শ্লোগান দেয় যুব কর্মীরা এদিন তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা -১ ব্লক আহ্বায়ক নারায়ন শর্মা , যুব সংগঠনের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় ,  দিনহাটা -২ ব্লক সভাপতি আরিফ হোসেন , সিতাই ব্লক সভাপতি পরিমল রায় ,  রফিক হোসেন (লেবু) , বাবলু চৌধুরী , কবীর হোসেন , আমজাদ আলি  , সাত্তার মিয়া , মোস্তাফ মিয়া , আনন্দ বর্মণ প্রমূখের নেতৃতে কয়েক হাজার কর্মী সমর্থকের ধিক্কার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা কালে শহর কার্যত কিছুক্ষনের জন্য থমকে পড়ে  । তৃনমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের  এদিনের ধিক্কার মিছিল  কে ঘিরে গোটা সহরে পুলিসি নিরাপত্তা ছিল  চোখে পড়ার মত । এদিন সংহতি ময়দান থেকে তৃনমূল যুব কংগ্রেসের মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । যুব কর্মীদের এদিনের ধিক্কার মিছিল শহর পরিক্রমা কালে দিনহাটার  গীতালদহের ঘটনায় যুব কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সোচ্চার হয় । এদিন মিছিলের নেতৃত্বে থাকা তৃনমূল যুব কংগ্রেস দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়  বলেন, “গীতলদহের পঞ্চায়েত সদস্য আবু মিয়াঁ খুনের ঘটনা দুঃখজনক । দলীয় কর্মী খুনের ঘটনা  নিয়ে যুব সংগঠনের  নেতৃত্ব কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাসানো হচ্ছে বলে  অভিযোগ   কার মৃত্যু দুঃখ জনক ঘটনা ঘটলেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃনমূল যুব কংগ্রেসের বিভিন্ন অঞ্চলের নেতা নেত্রিতের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের নামে এজাহার করা হচ্ছে । পাশাপাশি দিনহাটার আই সি কে বিধায়ক উদয়ন গুহ অপরদার  বলা নিয়ে এদিনের এই প্রতিবাদ মিছিল বলে যুব নেতৃত্ব উল্লেখ করেন । তৃনমূল যুব কংগ্রেসের এদিনের মিছিল কে ঘিরে ব্যপক আলোড়ন ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে  । তৃনমূল যুব সংগঠনের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন, “যুব নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে সংগঠনকে দুর্বল করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এদিন  দিনহাটায় মিছিল  করে যুব কর্মীরা আগামীতে জেলার অন্যান্য স্থানেও  প্রতিবাদ মিছিলে সামিল হবে যুব কর্মীরা বলে যুব সংগঠনের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক দিনহাটা-১ ব্লক সভাপতি নিশীথ প্রামাণিক  উল্লেখ করেন । উল্লেখ্য বুধবার রাতে দিনহাটার গীতালদহে তৃনমূল কংগ্রেস  দলের যুব সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গ্রাম পঞ্চায়েত সদস্য আবু মিয়াঁ খুন হন ওই ঘটনার পর দুই  বিধায়ক সহ ব্লক তৃনমূল  নেতৃত্বে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখায়   পঞ্চায়েত খুনের ঘটনায় যুব সংগঠনের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিক সহ  জন যুব কর্মী সমর্থকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় যদিও এরমধ্যে জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.