শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা: তৃনমূল নেত্রী মমতা ব্যানারজি ও যুব
সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কে সামনে রেখে দলের
দিনহাটার নেতাদের বিরুদ্ধে যুব কর্মীদের মিথ্যা মামলায়
ফাঁসানোর অভিযোগ তুলে ধিক্কারমিছিলকরলতৃনমূলযুবকংগ্রেস ।শুক্রবারযুবসংগঠনেরপক্ষথেকেদিনহাটাশহরেওইমিছিলহয়।ওইমিছিলথেকেদিনহাটারদুইবিধায়কউদয়ন গুহ, জগদীশ বসুনিয়া ওতৃনমূলকংগ্রেসেরদিনহাটা১নম্বরব্লকসভাপতিনূরআলমহোসেনেরবিরুদ্ধেধিক্কারজানিয়েশ্লোগানদেয় যুব কর্মীরা ।এদিনতৃনমূলযুবকংগ্রেসেরদিনহাটা -১ ব্লক আহ্বায়ক
নারায়ন শর্মা , যুব সংগঠনের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় , দিনহাটা -২ ব্লক সভাপতি আরিফ হোসেন
, সিতাই ব্লক সভাপতি পরিমল রায় , রফিক হোসেন (লেবু) , বাবলু চৌধুরী , কবীর হোসেন , আমজাদ আলি , সাত্তার
মিয়া ,
মোস্তাফ মিয়া , আনন্দ বর্মণ প্রমূখের নেতৃতে কয়েক হাজার কর্মী সমর্থকের ধিক্কার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা কালে শহর
কার্যত কিছুক্ষনের জন্য থমকে পড়ে । তৃনমূল
যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের এদিনের
ধিক্কার মিছিল কে ঘিরে গোটা সহরে পুলিসি
নিরাপত্তা ছিল চোখে পড়ার মত । এদিন সংহতি
ময়দান থেকে তৃনমূল যুব কংগ্রেসের মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।
যুব কর্মীদের এদিনের ধিক্কার মিছিল শহর পরিক্রমা কালে দিনহাটার গীতালদহের ঘটনায় যুব কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সোচ্চার হয় । এদিনমিছিলেরনেতৃত্বেথাকাতৃনমূলযুবকংগ্রেসদিনহাটাশহর ব্লক সভাপতি অজয় রায় বলেন, “গীতলদহেরপঞ্চায়েতসদস্যআবুমিয়াঁখুনেরঘটনা দুঃখজনক । দলীয় কর্মী খুনের
ঘটনা নিয়েযুব সংগঠনের নেতৃত্বওকর্মীদেরবিরুদ্ধেমিথ্যামামলায় ফাসানো হচ্ছে বলে অভিযোগ ।কার মৃত্যু দুঃখ জনক ঘটনা ঘটলেও এই ঘটনার
পরিপ্রেক্ষিতে তৃনমূল যুব কংগ্রেসের বিভিন্ন অঞ্চলের নেতা নেত্রিতের বিরুদ্ধে
চক্রান্ত করে তাদের নামে এজাহার করা হচ্ছে । পাশাপাশি দিনহাটার আই সি কে বিধায়ক
উদয়ন গুহ অপরদার বলা নিয়ে এদিনের এই প্রতিবাদ
মিছিল বলে যুব নেতৃত্ব উল্লেখ করেন । তৃনমূল যুব কংগ্রেসের এদিনের মিছিল কে ঘিরে
ব্যপক আলোড়ন ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে । তৃনমূলযুবসংগঠনেরকোচবিহারজেলাসাধারণসম্পাদকনিশীথপ্রামাণিকবলেন, “যুবনেতাকর্মীদেরবিরুদ্ধেমিথ্যামামলাকরেসংগঠনকেদুর্বলকরেদেওয়ারচক্রান্তেরবিরুদ্ধেএদিন দিনহাটায়মিছিল করে যুব কর্মীরা ।আগামীতে জেলার অন্যান্য
স্থানেও প্রতিবাদ মিছিলে সামিল হবে যুব
কর্মীরা বলে যুবসংগঠনেরকোচবিহারজেলাসাধারণসম্পাদকদিনহাটা-১ ব্লক সভাপতি নিশীথপ্রামাণিকউল্লেখ করেন । উল্লেখ্য বুধবাররাতেদিনহাটারগীতালদহেতৃনমূলকংগ্রেসওদলের যুবসংগঠনেরকর্মীসমর্থকদেরমধ্যেসংঘর্ষেগ্রাম পঞ্চায়েত সদস্য আবুমিয়াঁখুনহন।ওইঘটনারপরদুই বিধায়কসহ ব্লক তৃনমূল নেতৃত্বেদিনহাটাথানারসামনেবিক্ষোভদেখায় ।পঞ্চায়েত খুনের ঘটনায় যুবসংগঠনেরকোচবিহারজেলারসাধারণসম্পাদকনিশীথপ্রামাণিকসহ৫৮ জনযুবকর্মীসমর্থকেরবিরুদ্ধেলিখিতঅভিযোগদায়েরকরাহয়।যদিওএরমধ্যে৪জনকেগ্রেপ্তারকরতেসমর্থহয়েছেপুলিশ।