তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা ১ নম্বর ব্লকের আহ্বায়ক নারায়ণ শর্মা বলেন, অতর্কীতে তৃণমূল যুব কংগ্রেসের
কর্মী ও সমর্থকেদের উপর তৃনমূল কংগ্রসের স্থানীয় উপ প্রধান উত্তম রায় ও সভাপতি
সুনীল রায় সরকারের নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতীরা সিঙ্গিমারি ও ব্রহ্মানির চৌকি এলাকায় সন্ত্রাস চালায় । নারায়ন বাবু আরো বলেন , তৃণমূল কংগ্রেসের ওখানে কোন ভোট ব্যাঙ্ক নেই , সে কারনে
তৃনমূল যুব কংগ্রেস কর্মীদের উপর সন্ত্রাস চালিয়ে ভোটের রাজনীতি করছে । আসন্ন
নির্বাচনে মানুষ এর উত্তর দিবে বলে তিনি আশাবাদী ।এর জেরে মাদারের নেতাকর্মীদের উপর মানুষের ক্ষোভ আরও বাড়ছে। এবং এই ঘটনাকে তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা ১ নম্বর ব্লকের আহ্বায়ক নারায়ণ শর্মা নিন্দনীয় বলে দাবী করেন । যদিও তৃণমূল
কংগ্রসের নেতৃত্ব ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ।
তৃণমূলের গোষ্ঠী কোন্দল , গুরুতর আহত দুই
0
April 17, 2018
