তৃণমূলের গোষ্ঠী কোন্দল , গুরুতর আহত দুই


শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা:  তৃণমূল কংগ্রেসের  গোষ্ঠী কোন্দলের জেরে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠলো দিনহাটা ১ ব্লকে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার  বিকেলে দিনহাটা  ব্লকের ভেটাগুড়ি নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সিঙ্গিমারি ব্রহ্মানির  চৌকি এলাকায়  ব্যাপক বোমাবাজি হয় এই সংঘর্ষের জেরে  তৃণমূল যুব কংগ্রেসের কমপক্ষে ১০ জন কর্মী ও সমর্থক আহত হয় বলে জানা গিয়েছে । আহতদের মধ্যে  জন তৃণমূল যুব কর্মী গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা লেও বাকিদের হাসপাতালে আনা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে এই সংঘর্ষের জেরে তৃনমূল যুব কংগ্রেসের কর্মীদের পাঁচটি বাড়ি    দশটি দোকা ভাঙচুর  করা হয়েছে  বলে অভিযোগ ।

 তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা নম্বর ব্লকের আহ্বায়ক নারায়ণ শর্মা বলেন, অতর্কীতে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকেদের উপর তৃনমূল কংগ্রসের স্থানীয় উপ প্রধান উত্তম রায় ও সভাপতি সুনীল রায় সরকারের নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতীরা সিঙ্গিমারি ব্রহ্মানির  চৌকি এলাকায় সন্ত্রাস চালায় । নারায়ন বাবু আরো বলেন ,  তৃণমূল কংগ্রেসের ওখানে কোন ভোট ব্যাঙ্ক নেই , সে কারনে তৃনমূল যুব কংগ্রেস কর্মীদের উপর সন্ত্রাস চালিয়ে ভোটের রাজনীতি করছে । আসন্ন নির্বাচনে মানুষ এর উত্তর দিবে বলে তিনি আশাবাদী ।এর জেরে মাদারের নেতাকর্মীদের উপর মানুষের ক্ষোভ আরও বাড়ছে এবং এই ঘটনাকে তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা নম্বর ব্লকের আহ্বায়ক নারায়ণ শর্মা নিন্দনীয় বলে দাবী করেন । যদিও তৃণমূল কংগ্রসের নেতৃত্ব ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.