দিনহাটা, ২৮মার্চঃ দিনহাটা কলেজের অধ্যক্ষ সাধন করের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটায় । বুধবার সন্ধ্যায় নিজের বাড়িরর ছাদ থেকে অধ্যক্ষের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । অধ্যক্ষ সাধন করের ৫৬ বছর বয়স হয়েছিল । এদিন এই প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর পেয়েই তার বাড়িতে ভিড় জমান কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে তার আত্মীয় স্বজন ও বন্ধুরা সকলেই ছুটে আসেন । অধ্যক্ষের বাড়িতে রয়েছে স্ত্রী ও এক কন্যা।এই ঘটনার খবর পেয়ে দিনহাটা থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিন এই খবর পেয়ে অধ্যক্ষের বাড়িতে ছুটে আসেন দিনহাটা থানার আইসি জহর জ্যোতি রায় , দিনহাটা শহর ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি বিশু ধর থেকে শুরু করে আরো অনেকে । পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় থানা পাড়া এলাকায় তার বাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। কি কারনে ওই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। গলায় গামছা বাধার পাশাপাশি দড়ি দিয়েও গলায় ফাঁস দেন তিনি । এদিন দিনহাটা কলেজের অধ্যক্ষ সাধন করের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পরেছে গোটা দিনহাটা । তার মৃত্যুতে শোকঞ্জাপন করেন কোচবিহার লোকসভা কেন্দ্রে সাংসদ পার্থ প্রতিম রায় , দিনহাটার বিধায়ক উদয়ন গুহ থেকে শুরু করে আরো অনেকে ।
দিনহাটা কলেজের অধ্যক্ষ সাধন করের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
0
March 28, 2018
দিনহাটা, ২৮মার্চঃ দিনহাটা কলেজের অধ্যক্ষ সাধন করের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটায় । বুধবার সন্ধ্যায় নিজের বাড়িরর ছাদ থেকে অধ্যক্ষের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । অধ্যক্ষ সাধন করের ৫৬ বছর বয়স হয়েছিল । এদিন এই প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর পেয়েই তার বাড়িতে ভিড় জমান কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে তার আত্মীয় স্বজন ও বন্ধুরা সকলেই ছুটে আসেন । অধ্যক্ষের বাড়িতে রয়েছে স্ত্রী ও এক কন্যা।এই ঘটনার খবর পেয়ে দিনহাটা থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিন এই খবর পেয়ে অধ্যক্ষের বাড়িতে ছুটে আসেন দিনহাটা থানার আইসি জহর জ্যোতি রায় , দিনহাটা শহর ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি বিশু ধর থেকে শুরু করে আরো অনেকে । পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় থানা পাড়া এলাকায় তার বাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। কি কারনে ওই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। গলায় গামছা বাধার পাশাপাশি দড়ি দিয়েও গলায় ফাঁস দেন তিনি । এদিন দিনহাটা কলেজের অধ্যক্ষ সাধন করের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পরেছে গোটা দিনহাটা । তার মৃত্যুতে শোকঞ্জাপন করেন কোচবিহার লোকসভা কেন্দ্রে সাংসদ পার্থ প্রতিম রায় , দিনহাটার বিধায়ক উদয়ন গুহ থেকে শুরু করে আরো অনেকে ।

