সাবেক ছিট পোয়াতুরকুঠি গ্রাম পরিদর্শনে এলেন আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার সহধর্মীনী মিরিয়াং হল


শিরোনাম ২৪ ডেস্ক দিনহাটা  ঃ সাবেক ছিট পোয়াতুরকুঠি গ্রাম পরিদর্শনে এলেন  আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার সহধর্মীনী  মিরিয়াং হল । সোমবার সকালে দিনহাটা-২ ব্লকের সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি তে যান  আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার স্ত্রী মিরিয়াং হল  ।এছাড়াও তাদের সাথে সেখানে মন্ত্রী , বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন । এদিন আমেরিকান কনসাল জেনারেল  নব্য ভারতীয় গ্রাম সাবেক ছিটমহল দিনহাটার পোয়াতুরকুঠি তে গেলে স্থানীয় এলাকার ৮ থেকে ৮০ সকলেই তাদের কে এক ঝলক দেখার জন্য ভিড় জমান । এদিন কনসাল জেনারেল ক্রেগ হল ও তার স্ত্রী মিরিয়াং হল পোয়াতুরকুঠি তে গেলে  সেখানে তাদের  সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ , রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা দিনহাটার  বিধায়ক  উদয়ন গুহ , ডিভিশনাল কমিশনার বরুন রায় ,  কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা , দিনহাটার মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ , দিনহাটা-২ ব্লকের বিডিও অমর্ত্য দেবনাথ ,  কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মমতাজ বেগম এবং এলাকা বিশিষ্ট সমাজসেবী মীর হুমায়ুন কবীর সহ প্রমুখ । এদিন আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার স্ত্রী মিরিয়াং হল সহ একটি দল  কোচবিহারের সার্কিট হাউস  থেকে সরাসরি সাবেক ছিটমহল দিনহাটার পোয়াতুরকুঠি তে যান । এদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের কনভয় সেখানে পৌছয় । এরপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ , রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ , ডিভিশনাল কমিশনার বরুন রায় ,  কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা ,দিনহাটার মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ প্রমুখরা আমেরিকান কনসাল জেনারেলের কাছে ছিটমহলের নানা ইতিহাস , ভৌগলিক অবস্থান সহ ঐ এলাকার নানা দিক উপস্থাপন করেন  ।পাশাপাশি ছিটমহল বিনিময়ের পর ভারত ভুখণ্ডে থাকা  এই গ্রাম গুলির উন্নয়ন মূলক নানা কাজের খতিয়ান  তুলে ধরেন আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার স্ত্রী মিরিয়াং হল সহ প্রতিনিধি দলের কাছে । এদিন সাবেক ছিটমহল দিনহাটার পোয়াতুরকুঠি পরিদর্শনের পর আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল সাংবাদিকদের মুখোমুখি হয়ে  বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের আমন্ত্রন পেয়ে আমি  এই প্রথম কোচবিহারে আসলাম বলে তিনি জানান।তিনি আরো বলেন , কোচবিহারে এসে খুব ভালো লাগলো । রাজার শহররের বিভিন্ন ইতিহাস জানতে পারলাম ।  রবিবাব্র বিকেলে তিনি কোচবিহার রাজ বাড়ি ঘুরের দেখার পাশাপাশি  কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহনের রাসযাত্রা ও রাস মেলা তারা ঘুরে দেখেন । এ প্রসঙ্গে  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন , সাবেক ছিটমহলের বিভিন্ন গ্রামে উন্নয়ন মূলক যে কাজ শুরু হয়েছে সেগুলি বিস্তারিত তাদের কাছে তুলে ধরা হয় । সব কিছু সুনে তারা খুশি বলে মন্ত্রী জানান । 
সাবেক ছিট পোয়াতুরকুঠি গ্রাম পরিদর্শনে আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার সহধর্মীনী  মিরিয়াং হল

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.