কোচবিহারের নির্মীয়মাণ ইঞ্জিনিয়ারিং কলেজে কেমন কাজ চলছে দেখতে এলেন মন্ত্রী

কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ

শিরোনাম ২৪ ডেস্ক কোচবিহার  ঃ কোচবিহারের ইঞ্জিনিয়ারিং  কলেজের নির্মীয়মাণ নতুন হস্টেলের কাজ খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । সোমবার বিকালে কোচবিহারের হরিন চড়ায়স্থিত  ইঞ্জিনিয়ারিং কলেজে যান  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজে নির্মীয়মাণ নতুন হস্টেলের, তৈরির কাজ খতিয়ে দেখার সময়  মন্ত্রীর  সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন  ডিভিসনাল কমিশনার বরুন রায় সহ অন্যান্য আধিকারিকরা । কোচবিহারের হরিন চড়ায় ইঞ্জিনিয়ারিং কলেজে নতুন একটি হস্টেলের কাজ শুরু হয়েছে । জানাগেছে ,  উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে  কলেজের নতুন হস্টেল নির্মানের  কাজ শুরু হয়েছে । এদিন আচমকাই তিনি এই কাজ ক্ষতিয়ে দেখতেই কোচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনে যান । এদিন ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনের পর  তিনি বলেন , উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের নতুন হস্টেলের ভবন তৈরি কাজ শুরু হয়েছে । এদিন তা খতিয়ে দেখতেই কলেজে এসেছিলেন বলে তিনি জানান । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.