শিরোনাম২৪ ডেস্ক, দিনহাটা: ডেঙ্গুপ্রতিরোধেসচেতনতাপ্রচারাভিযান অনুষ্ঠিত হল দিনহাটায় ।
রবিবার দিনহাটা কমিউনিটিডেভেলপমেন্টঅর্গানাইজেশন (DCDO)- নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে
এই অনুষ্ঠান আয়োজিত হয়।এদিনের প্রচারাভিযানে ডেঙ্গুকিএবংডেঙ্গুপ্রতিরোধওপ্রতিকারেরউপায়সমন্বিতসচেতনতামূলকএকটি সুসজ্জিত
ট্যাবলো রবিবারসারাদিনশহরওশহরতলির বিভিন্ন এলাকা পরিক্রমাকরে।এদিন ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার চলাকালীন সংগঠনের পক্ষে থেকে সেখানে উপস্থিত ছিলেন সংস্থারসম্পাদকরতনসাহা সহ বাপি গোস্বামী , মিঠুন সাহা , তোতন পণ্ডিত , অমিত
রক্ষিত , পাপিয়া সাহা , তেজময় সাহা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা ।দিনহাটা
কমিউনিটিডেভেলপমেন্টঅর্গানাইজেশনপক্ষথেকেএদিন বিকালে ডেঙ্গুনিয়ে সচেতনতা লিফলেটশহরেরবিভিন্নস্থানেবিলিকরাহয়।দিনহাটা কমিউনিটিডেভেলপমেন্টঅর্গানাইজেশন পক্ষে সংগঠনের সম্পাদক রতন
সাহা বলেন ,মানুষকেসচেতনকরেডেঙ্গুপ্রতিরোধেরমাধ্যমেদিনহাটাবাসীকেডেঙ্গুমুক্তকরে সুস্থ সমাজগঠনের লক্ষ্যে এই সচেতনতা প্রচার বলে তিনি জানান । তিনি আরো বলেন আগামীতেডেঙ্গুপ্রতিরোধেআরোবিভিন্নকর্মসূচীগ্রহনকরাহবেবলে তিনি বলেন ।