ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারাভিযান চালালো দিনহাটা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠনের সদস্যরা

টোটোতে করে চলছে সচেতনতামুলক প্রচার
নিজস্ব চিত্র
ডেঙ্গু নিয়ে চলছে প্রচারাভিযান 
নিজস্ব চিত্র
 শিরোনাম২৪ ডেস্ক, দিনহাটাডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারাভিযান অনুষ্ঠিত হল দিনহাটায় । রবিবার দিনহাটা  মিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DCDO)-  নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয় এদিনের প্রচারাভিযানে  ডেঙ্গু  কি এবং ডেঙ্গু প্রতিরোধ প্রতিকারের উপায় সমন্বিত সচেতনতামূলক একটি সুসজ্জিত ট্যাবলো রবিবার সারাদিন শহর শহরতলির বিভিন্ন এলাকা  পরিক্রমা করে এদিন ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার চলাকালীন সংগঠনের পক্ষে  থেকে সেখানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক রতন সাহা সহ  বাপি গোস্বামী , মিঠুন সাহা , তোতন পণ্ডিত , অমিত রক্ষিত , পাপিয়া সাহা , তেজময় সাহা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা দিনহাটা  মিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পক্ষ থেকে এদিন  বিকালে ডেঙ্গু নিয়ে সচেতনতা  লিফলেট শহরের বিভিন্ন স্থানে বিলি করা হয় দিনহাটা  মিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পক্ষে সংগঠনের সম্পাদক রতন সাহা বলেন , মানুষকে সচেতন করে ডেঙ্গু প্রতিরোধের মাধ্যমে দিনহাটাবাসীকে ডেঙ্গুমুক্ত করে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই সচেতনতা প্রচার বলে তিনি জানান । তিনি আরো বলেন আগামীতে ডেঙ্গু প্রতিরোধে আরো বিভিন্ন  কর্মসূচী গ্রহন করা হবে বলে তিনি বলেন ।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.