সিতাই বিধানসভা এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির সভা অনুষ্ঠিত হল দিনহাটায়

বক্তব্য রাখছেন মন্ত্রী কন্যা তথা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির কোচবিহার ও দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ
শিরোনাম২৪ ডেস্ক দিনহাটাঃ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃনমুল কংগ্রেসের বিভিন্ন সংগঠনকে চাঙ্গা করে মাঠে নেমে পড়েছে তৃনমূল কংগ্রেসের জেলা স্তরের নেতৃবৃন্দ । মনল বার দিনহাটার শহর সংলগ্ন কৃষি মেলায়  সিতাই বিধানসভা এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির সভা অনুষ্ঠিত হয়  । এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির কোচবিহার ও দার্জিলিং জেলার সভানেত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কন্যা  পাপিয়া ঘোষ , বিধায়ক জগদীশ বসুনীয়া , তৃনমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের জেলা কার্যকরী সভাপতি তথা মন্ত্রী পুত্র পঙ্কজ ঘোষ সহ আরো অনেকে । ভিড়ে ঠাসা এদিনের সভায় পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির কোচবিহার ও র্দাজিলিং জেলার দায়িত্বে থাকা মন্ত্রী কন্যা পাপিয়া ঘোষ বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বি জে পি সরকারের তীব্র সমালোচনা করেন । এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির কোচবিহার ও র্দাজিলিং জেলার দায়িত্বে থাকা পাপিয়া ঘোষ বলেন, সারা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এক ছাতার তলে নিয়ে আসার লক্ষ্যে তারা এগিয়ে চলেছেন বলে তিনি ঞ্জানান চলছেন। তিনি আরো বলেন , সামনের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা প্রচারের মুখ্য ভুমিকায় থাকবে বলে তিনি জানান ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.