শিরোনাম
২৪ ডেস্ক , দিনহাটা ঃ দিনহাটা মহকুমা এলাকায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে দিনহাটায় চালু হল কোচবহার জেলার দ্বিতীয় মহিলা থানা । এই থানা সম্পুর্ন মহিলা পুলিশ আধিকারিক দারা নিয়ন্রিত থাকবে বলে জানা গেছে । দিনহাটা থানা চত্বরে নবনির্মিত বিল্ডিং তৈরি করে সেখানে মহিলা থানা চালউ করা হল। বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটার মহিলা থানার পথ চলা শুরু হয় । এদিনের জেলার দ্বিতীয় মহিলা থানার শুভ উদ্বোধন কালে সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ, রাজ্য পুলিশের উত্তরবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তা, রাজ্য পুলিশের জলপাইগুড়ি বিভাগের ডি আই জি রাজেশ যাদব , কোচবিহারের জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার দি ডিব্যা, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল বন্দ্যোপাধ্যায় , দিনহাটার মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ সহ আরো অনেকে । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা বলেন ,মহিলাদের নিরাপত্তায় পুলিসের ভুমিকার কথা তুলে ধরার পাশাপাশি মহিলা থানার গুরুত্ব নিয়ে তিনি বলেন । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের উত্তরবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তা বলেন , দিনহাটা মহকুমা এলাকায় মহিলাদের যে সমস্ত অভিযোগ আসবে সে সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে এই মহিলা থানা । এর ফলে দিনহাটা মহকুমা এলাকার মহিলাদের ওপর অত্যাচার অনেকটাই কমবে বলে তিনি আশা করছেন । তিনি আরো বলেন , এই মহিলা থানার অফিসার হিসেবে খুবই দক্ষ পুলিশ অফিসার সোনম মাহেশ্বরী কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান। এরপর মুল অফিস বিল্ডিং এর ফিতে কেটে দ্বারোদ্বঘাটন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ এবং সহযোগিতা করেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তা, রাজ্য পুলিশের জলপাইগুড়ি বিভাগের ডি আই জি রাজেশ যাদব , কোচবিহারের জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার দি ডিব্যা, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল বন্দ্যোপাধ্যায় শ আরো অনেকে। এদিনের এই মহিলা থানা উদ্বোধনী অনুষ্ঠানে জনসাধরনের ভিড় ছিল লক্ষনিয় ।

|