নোট বাতিলের বর্ষ পুর্তিতে সারা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও পালিত হল কালা দিবস



নোটবন্দির বর্ষপুর্তি  উপলক্ষে পথ মিছিল দিনহাটায়


শিরোনাম২৪,  ডেস্ক,দিনহাটাঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোটবন্দির বর্ষপুর্তি  উপলক্ষে পথ মিছিল করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস সমার্থকরা।নোটবাতিলের ধিক্কার জানিযে তৃণমূল কংগ্রেসের  সকল কর্মীরা  নিজেদের ফেসবুক ও ওয্যাটস্যাপ কে ও  আজ সারাদিনের কালো করে রাখেন।এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে  তৃণমূল সমর্থকরা নোট বাতিল এর বিরোধে আজ জায়গায় জায়গার মিটিং মিছিল করে বিক্ষোভ জানায় ।উল্লেখ্য গত বছরের ৮ নভেম্বর আজকের এই দিনেই রাত ৮টা নাগাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতির মাধম্যে ৫০০ আর ১০০০ টাকার নোট বাতিল করে দেন।তার এই নোট বাতিলের সিদ্ধান্তের ফলে দেশের বড় কেলেঙ্কারি বলেও ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তাই  নরেন্দ্র মোদী সরকারের ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বর্ষপূর্তির দিনটিকে কালা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিমুদ্রাকরণের সিদ্ধান্তকে আক্রমণ করে ফেসবুক পোস্টে বলেছেন, কালো টাকার মোকাবিলার জন্য নোট বাতিল করা হয়নি। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নোংরা স্বার্থ পূরণে কালো টাকাকে সাদায় পরিণত করাই এর উদ্দেশ্য ছিল। নোট বাতিল করে বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানো, সন্ত্রাসবাদ দমন, কোনওটাই হয়নি, দেশের উন্নয়নেও সাহায্য করেনি এই পদক্ষেপ, দাবি করেন মমতা। তিনি বলেন, বাস্তব অভিজ্ঞতা থেকেই পরিষ্কার, এর ফল হয়েছে একটা বিরাট শূন্য! মুখ্যমন্ত্রীর আরও দাবি, নোট বাতিলের ফলে ইতিমধ্যেই দেশের প্রায় ৩ লক্ষ কোটি টাকার জিডিপি লোকসান হয়েছে। কোটি কোটি কর্মী, বিশেষত অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন। কৃষকদের অনাহারে কাটাতে হয়েছে। ১০০-র বেশি মানুষের প্রাণ চলে গিয়েছে।এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ,  তৃনমুল কংগ্রেসের দিনহাটা ২নং ব্লক সভাপতি মীর হুমায়ুন কবীর, তৃনমুল ছাত্র পরিষদের জেলা সভাপতি সাবির সাহা চৌধুরি , প্রদেশ তৃনমুল কংগ্রেসের জেলার সাধারন সম্পাদক পার্থ নাথ সরকার, মহিলা তৃনমুল কংগ্রেসের শহর ব্লকের কার্যকারী  সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য , দিনহাটা শহর ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি অসীম নন্দী, কাউন্সিলর গৌরি শঙ্কর মাহেশ্বরী  , বিশু ধর , বিশ্বনাথ দে আমিন ,তৃনমুল যুব কংগ্রেসের শহর ব্লক সভাপতি অজয় রায় ,  দিনহাটা ১ ও ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি ঝর্না দাস ও মুক্তি রায় ,দিনহাটা কলেজের জেনারেল সেক্রেটারি সৌরভ পোদ্দার, কালিদাস দে , লিটন দে ,রাজীব সাহা প্রমুখ । এ প্রতিবাদ মিছিল প্রসঙ্গের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন ,  নরেন্দ্র মোদী সরকারের ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বর্ষপুর্তি উপলক্ষে আমরা এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করছি । সারা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও এই দিনটি পালিত হচ্ছে । এদিনের এই মিছিল কয়েক হাজার তৃনমুল কর্মী সমর্থক দিনহাটা ৭ নং বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে দিনহাটা শহরে এসে এই মিছিলে যোগ দেন বলে দলীয় সুত্রে জানাগেছে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.