সুকনায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির


দুর্ঘটনাগ্রস্থ সেই বাইক । ছবিঃ ফেসবুক 
শিরোনাম ২৪, ডেস্ক , দার্জিলিং , ৫ নভেম্বরঃ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একজন  ব্যাক্তির। রবিবার সকালে সুকনার ইলা পাল চৌধুরি বিদ্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সুত্রে জানা গেছে মৃত ব্যাক্তির  নাম ডোনাল্ড বিন্দান গুরুং। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে , তিনধরিয়া  এলাকা থেকে  ঐ ব্যাক্তি এবং  তাঁর ছেলে একটি বাইকে চেপে  শিলিগুড়ির দিকে আসছিলেন। অন্যদিকে একটি বাইক শিলিগুড়ি থেকে  সুকনার দিকে যাচ্ছিল। পরে দুটি বাইকের সংঘর্ষে সকলেই মাটিতে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা  আহতদের তিনজনকে সুকনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন । তাদের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে  উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে  নিয়ে এলে চিকিৎসকরা আহতদের মধ্যে থাকা    ডোনাল্ড বিন্দান গুরুং নামক ব্যাক্তিকের কে মৃত বলে ঘোষণা করা হয়।হাসপাতাল সুত্রে জানাগেছে  আহতদের সকলেরই  শারীরিক অবস্থা আশঙ্কাজনক । পরে ঘটনাস্থলে ছুটে আসে  পুলিস এবং দুর্ঘটনাগ্রস্থ  দুটি বাইকে আটক  করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলেন , দুটি বাইক দ্রুত গতিতে যাচ্ছিল বলে তারা জানান । ডোনাল্ড বিন্দান গুরুং এর মৃত দেহ ইতিমধ্যেই ময়ন তদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.