রাস চক্র ঘুড়িয়ে রাস উৎসবের সূচনা করছেন
কোচবিহারের জেলা শাসক। নিজস্ব চিত্র।
শিরোনাম ২৪, ডেক্স
, কোচবিহার ঃ রাসচক্র ঘুরিয়ে দুইশ পাঁচ
বছরের প্রাচীন মদন মোহনের রাস উৎসবের সূচনা হল । শুক্রবার দিনভর উপোস থেকে রীতি
মেনে ধুতি, পাঞ্জাবি পড়ে মদনমোহন মন্দির চত্বরে বিশেষ পুজোয় বসেন দেবোত্তর
ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক কৌশিক সাহা । শুক্রবার রাত সাড়ে নয়টায় বিশেষ
পুজোয় বসে জেলা শাসক। বিশেষ পুজো শেষে রাত দশটায় রাসচক্র ঘুরিরে ঐতিহ্যবাহী রাস
উৎসবের সূচনা করেন তিনি । এদিন মদনমোহন মন্দির চত্বরে রাস পূর্ণিমা উপলক্ষ্য বিশেষ পুজা শুরু হলে সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
রবীন্দ্রনাথ ঘোষ ,রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব , বনমন্ত্রী বিনয়
কৃষ্ণ বর্মণ , সাংসদ পার্থ প্রতিম রায় , কোচবিহার জেলা
পরিষদের সভাধিপতি পুস্পিতা রায় ডাকুয়া ,কোচবিহার পৌরসভার পৌরপ্রধান ভূষণ সিং , কোচবিহারের
পুলিশ সুপার অনুপ জয়সয়াল কোচবিহার সদর মহকুমা শাসক অরুন্ধুতি দে , দিনহাটার
মহকুমাশাসক কৃষ্ণাভ ঘোষ প্রমূখ । কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিন কোচবিহারের মদন
মোহনের রাসযাত্রা শুরু হয় । দেবোত্তর ট্রাস্ট বোর্ড সূত্রেই জানা গেছে এক সময়
কোচবিহারের মহারাজা রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করতেন । পরবর্তীতে ওই দায়িত্ব
বর্তায় বোর্ডের সভাপতি তথা জেলাশাসকদের ওপর । কোচবিহারের রাসযাত্রায় দেবোত্তর
ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসকের দিনভর উপোস থেকে জেলার মঙ্গলের জন্য পুজো
দেওয়ার রীতি গোটা রাজ্যেই নজিরবিহীন বলে অনেকে জানান । বর্তমানে রাজ্যের পর্যটন
দপ্তরের উদ্যোগে দুশো বছরের প্রাচীন কোচবিহারের মদনমোহন মন্দিরে রাস উৎসব ও
পৌরসভার উদ্যোগে বিশাল এলাকাজুড়ে মেলা বসে। আগে রাজারা রাসচক্র ঘুরিয়ে উৎসবের
সূচনা করতেন। বর্তমানে জেলাশাসক এই উৎসবের সূচনা করেন । দুইশ পাঁচ বছরের প্রাচীন
কোচবিহার রাস উৎসব ও রাস মেলার উদ্বোধনের পর পরই মানুষের ভিড় উপচে পড়ে মদন মোহন
মন্দির প্রাঙ্গণে ।