Homeকলেজে অধ্যক্ষের ঘরের গুরুত্বপুর্ন নথিপত্রে আগুন লাগানোর পাশাপাশি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বক্সির হাট কলেজে কলেজে অধ্যক্ষের ঘরের গুরুত্বপুর্ন নথিপত্রে আগুন লাগানোর পাশাপাশি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বক্সির হাট কলেজে 0 SHERONAAM 24 November 08, 2017 সেই ভস্মীভূত জায়গা শিরোনাম ২৪ ডেস্ক, তুফানগঞ্জ ৭ নভেম্বর ঃ কলেজে অধ্যক্ষের ঘরের গুরুত্বপুর্ন নথিপত্রে আগুন লাগানোর পাশাপাশি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বক্সির হাট কলেজে । মঙ্গল বার স্থানীয় এলাকার বাসিন্দার সকালের দিকে কলেজের ভেতর থেকে কালো ধোয়া বেরিয়ে আসছে । তা দেখেই তাড়িঘরি দমকল কেন্দ্রে খবর দেন । দমকল কর্মীরা আসার আগেই স্থানীয়রা জল ঢেলে আগুন নিভিয়ে ফেলেন । বাসিন্দারা আগুন নেভাতে এগিয়ে এসে দেখেন কলেজের অধক্ষ্যর ঘরের আলমারির পাল্লা খোলা । তারা দেখেন আলমারি থেকে কাগজ পত্র বের করে নিচে ফেলে রেখে দিয়েছে আর তাতেই আগুন জ্বালিয়ে দিয়েছে এর পাশাপাশি তার টেবিলে থাকা কাগজ পত্রেও অগ্নি সংযোগ করেছে আর তা থেকেই জ্বলছে আগুন । শুধুই অধ্যক্ষের ঘরেই নয় তার পাশাপাশি কলেজের হিসেব রক্ষকের ঘর থেকে খোয়া গিয়েছে দুটি কম্পিউটার এবং পাশের ঘরের একটি আলমারি ভাঙ্গা হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ সুত্রে জানাগেছে । এই ঘটনার খবর পেয়েই বক্সির হাট থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন । ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ । এ প্রসঙ্গে বক্সির হাট কলেজে অধ্যক্ষ বলেন , গতকাল গভীর রাতে কে বা কারা এই কায করেছে । এই ঘটনায় কলেজের হিসেব রক্ষকের ঘর থেকে খোয়া গিয়েছে দুটি কম্পিউটার এবং পাশের ঘরের একটি আলমারি ভাঙ্গা হয়েছে পাশাপাশি আমার নিজের ঘরের টেবিলে থাকা কাগজ পত্রে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে তিনি জানান । তিনি আরো বলেন , এই ঘটনায় থানায় লিখিত অবিযোগ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন । Newer Older