পুরি বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে চন্দন নগরের মেয়র ও তার পরিবার

প্রতীকি ছবি 
শিরোনাম ২৪, ডেস্ক, পূর্ব  মেদিনীপুরঃ সপরিবারে  পুরীতে বেড়াতে  যাওয়ার পথে দুর্ঘটনার আহত চন্দননগরের মেয়র সমেত তার পরিবার। বালেশ্বর জেলার জ্বলেশ্বর এলাকায় মেয়রের গাড়ি খারাপ হওয়ায় পরিবারের এক সদস্য গাড়ি ঠিক করছিলেন  । সে সময় পেছন থেকে মাছ ভর্তি একটি লড়ি এসে ধাক্কা মারলে ঘটনার স্থলে মারা যান মেয়রের গাড়ির চালক দেবার্থ মুখার্জি।  গুরুতর আহত হন মেয়র রাম চক্রবর্তী সহ তাঁর পরিবার। স্থানীয় বাসিন্দারা প্রথমে  জ্বলেশ্বরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে মেয়র সমেত তার পরিবারের সদস্যদের বালেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বলে সূত্রের দাবী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.