সামসিতে রেল লাইনে ফাটল বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস : তবে কী রেল লাইনের ফাটলের পেছনে রয়েছে নাশকতার ছক নাকি অন্য কিছু ? তদন্তে নামল রেল পুলিস

 
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 




ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 
শিরোনাম ২৪, ডেক্স , ৫ নভেম্বরঃ সামসি স্টেশনের কাছে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ১২৩৭৭ আপ পদাতিক এক্সপ্রেস        মালদার সামসি স্টেশনের কাছে লাইনে ফাটল নজরে আসে চালকের সঙ্গে সঙ্গেই চালক দাঁড় করিয়ে দেয় শিয়ালদা থেকে  আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস ট্রেনটি ঘণ্টা খানেক পরে ডাউন লাইন দিয়ে ট্রেনটিকে  রওনা করিয়ে দেওয়া হয় বলে  জানা গিয়েছে।


রেল সূত্রে জানা গেছে, শিয়ালদহ থেকে ছাড়ার পর  রবিবার সকালে সামসি স্টেশনের কাছে সেই ফাটল চোখে পড়ে চালকের।  সঙ্গে সঙ্গেই দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটি এই ঘটনায় পদাতিক এক্সপ্রেসের পাশাপাশি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে আরও কয়েকটি দুরপাল্লার গুরুত্বপূর্ণ ট্রেন সূত্রের দাবী, ইতিমধ্যে রেলের পদস্থ কর্তাদের উপস্থিতিতে লাইন সারাইয়ের কাজ  শুরু হয়েছে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.