শিরোনাম ২৪ ডেস্ক ,কোচবিহার , ৬ নভেম্বর : ট্রাক ও যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৩০ জন। সোমবার সকালে কোচবিহারের ডাওয়াগুড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে । আহতদের সকলকে কোচবিহার এম জে এন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল; সুত্রে জানা গেছে । স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে , তুফানগঞ্জ থেকে কোচবিহার যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। সেসময় ৩১ নম্বর জাতীয় সড়কে কোচবিহারের দিক থেকে আসছিল একটি ট্রাক।পুলিশ সুত্রে জানাগেছে , মাল বোঝাই ট্রাকটি অসমের দিকে যাচ্ছিল। সেই সময়ই ডাওয়াগুড়ি এলাকায় ট্রাক ও যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে উলটে যায় যাত্রীবোঝাই বাসটি। তক্ষনাত দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনা স্থলে ছুটে আসেন এবং স্থানীয় ও দমকল কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কোচবিহার এম জে এন হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় । দুর্ঘটনায় ৩০ জন যাত্রী আহত হয়েছে । ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা থেকে বিশালপুলিশ বাহিনী সেখানে ছুটে আসে এবং দুর্ঘটনা গ্রস্থ গাড়ি গুলিকে আটক করে । এই দুর্ঘটনার ফলে ৩১ নম্বর জাতীয় সড়কে কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশি নিয়ন্ত্রনে যান চলা চল স্বাভাবিক হয় ।
Post a Comment