একের পর এক বোমা উদ্ধার, চাঞ্চল্য দিনহাটায়

শিরোনামঃ 24 ডেস্ক: দিনহাটা 31 জুলাই: একের পর এক বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দিনহাটা য়। মঙ্গলবার সকালে দিনহাটা 1 ব্লকের ভেটাগুড়ি ও মাতাল হাটে বোমা উদ্ধার হয়। দিনহাটা 1 ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ রায়ের অভিযোগ, তার বাড়ির সামনে সকালবেলায় বোমা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। দিনহাটা থানা থেকে পুলিশ গিয়ে দুটো তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ চলে আসার পর আবার লক্ষ্য করে তার ঘরের সামনে আরও একটি বোমা পড়ে আছে। পরবর্তীতে দিনহাটা থানা থেকে পুলিশ বাহিনী দিয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে আসে। এদিকে দিনহাটা এক ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পাকারমাথা এলাকার হরি মন্দির এর মাঠে একটি বাজারের ব্যাগে পাশে বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরবর্তীতে দিনহাটা থানা থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জী খন্ডআল বলেন,দিনহাটার দুটো জায়গা থেকে বোমা উদ্ধার করা হয়েছে। এই বোমা গুলির পেছনে তাদের হাত রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.