Header Ads

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দিনহাটা থানার আই সি জহরজ্যোতি রায়


  
শিরোনাম 24, দিনহাটা ,9 জুলাই: ব্রেন স্ট্রোকে মারা গেলেন দিনহাটা থানার আইসি জগৎজ্যোতি রায়। মঙ্গলবার  সকাল সাড়ে 6 টা নাগাদ নিজের সরকারি আবাসনে ব্রেইন স্ট্রোক হয় দ্রুত কুচবিহারের একটি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের চ্যাংড়াবান্ধা এলাকায় প্রশাসনিক সভায় যোগ দিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিজের সরকারি আবাসন থেকে বেরোচ্ছিলেন। সে সময় তার শরীর খারাপ লাগলে দ্রুত  তাকে কুচবিহারের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।খবর পেয়ে দিনহাটার প্রাক্তন এস ডি পি ও কুন্তল বন্দ্যোপাধ্যায় ঘভীর শক প্রকাশ করে বলেন , “ খুব খারাপ লাগছে। অনেক দিন এক সাথে কাজ করেছিলাম”। বিষয়টি নিয়ে তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা মহকুমার আহ্বায়ক নারায়ন শর্মা গভীর শোক প্রকাশ করেন । নারায়ন শর্মা বলেন , উনি দিনহাটা কে শান্তীপূর্ণ রাখার জন্য যাবতীয় কর্তব্য করে গেছেন । উনার মৃত্যুর খবরে পেয় তৃনমূল যুব কংগ্রেসের সকল  কর্মী ও সমর্থকেরা মূহ্যমান ।

No comments

Powered by Blogger.