শিরোনাম২৪ ডেস্ক, দিনহাটা, ৬ জুলাইঃ পুরদেশের সাথে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির
১১৮ তম জন্মদিবস পালিত হলো দিনহাটায় । শুক্রবার দিনহাটা শহরে বাংলার
বাঘ ডঃ শ্যামাপ্রসাদ মূখারজীর প্রতিকৃতিতে
মাল্যদানের মধ্যে দিয়ে দিনটি পালন বিজেপির কর্মী সমর্থকেরা । এদিন বিজেপির
তরফে আয়োজিত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১১৮ তম জন্ম জয়ন্তী পালনে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সহ
সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ , দলের দিনহাটা শহর মন্ডল সভাপতি সুদেব কর্মকার , হিমাংশু দেব সহ প্রমূখ । এদিন ডঃ শ্যামাপ্রসাদ মূখারজীর ১১৮ তম জন্মদিবস পালন অনুষ্ঠানে বক্তব্য
রাখতে গিয়ে তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন দলের প্রবীন নেতা মদনমোহন গোস্বামী সহ
অন্যান্যরা । এদিন ডঃ শ্যামাপ্রসাদ মূখারজীর জন্মদিবস পালন অনুষ্ঠানে বক্তব্য
রাখতে গিয়ে সুদেব কর্মকার বলেন, দলীয় কার্যালয়ে ভাঙচুর ছাড়াও তৃনমূল কংগ্রেস পরিচালিত দিনহাটা
পৌরসভার পৌরপ্রধানের নির্দেশে পুর কর্মীরা দলের দিনহাটা মহকুমা কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন জেসিবি গাড়ি দিয়ে ভেঙ্গে দেয় । দলীয় কার্যালয় পুরকরমীরা ভেঙ্গে দিলেও এদিন সেই ফাকা জায়গাতেই ডঃ শ্যামাপ্রসাদ মূখারজীর ১১৮ তম জন্মদিবস পালন করে তারা ।
