শিল্পীদের উৎসাহ দিতে ময়দানে নামলো তৃণমূল যুব কংগ্রেস
0SHERONAAM 24July 06, 2018
দিনহাটা, ৬ জুলাইঃ চিত্র
শিল্পীদের নিয়ে এক চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করলো তৃনমূল যুব কংগ্রেস । দিনহাটা
শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে কোচবিহার জেলা সহ পার্শবর্তী
বিভিন্ন জেলার চিত্র শিল্পীদের নিয়ে চিত্রাঙ্কন কর্মশালা আয়জিত হয় । তৃনমূল যুব
কংগ্রেসের তরফে আয়োজীত এই চিত্রাঙ্কন কর্মশালায় উপস্থিত ছিলেন , দিনহাটার বিধায়ক
উদয়ন গুহ , কোচবিহার জেলা যুব তৃণমূলের সম্পাদক নিশীথ প্রামাণিক , তৃনমূল যুব
কংগ্রেসের দিনহাটা ১ ব্লক আহ্বায়ক নারায়ন শর্মা, তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা টাউন
ব্লক সভাপতি অজয় রায় , দিনহাটা পৌর সভার কাউন্সিলর গৌরি শঙ্কর মাহেশ্বরি, সমাজসেবী বিশু ধর , সমাজ কর্মী অপু নন্দী , সমাজ
কর্মী বাদল সরকার , জ্যাকেরিয়া হোসেন , বাবুন সাহা সহ প্রমুখ । উদবধনী অনুষ্ঠানে
বক্তব্য রাখতে গিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন , এক দিনের চিত্রাঙ্কন
কর্মশালার পর সেরার তকমা পাওয়া চিত্র গুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে । পাশাপাশি শিল্পীদের নিয়ে এমন একটি উদ্যগ কে
তিনি সাধুবাদ জানান । চিত্রাঙ্কন কর্মশালার মূল হোতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ
তথা কোচবিহার জেলা যুব তৃণমূলের সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন , তৃনমূল যুব
কংগ্রেস সমাজের সকল শ্রেনী কে নিয়ে চলে আসছে । এই চিত্রাঙ্কন কর্মশালার মধ্য দিয়ে
আর নতুন চিত্র শিল্পীকে সকলের সামনে তুলে আনা যাবে বলে তিনি জানান । তিনি আরো বলেন
, আগামিতে আলোক চিত্র প্রদর্শনী করার পরিকল্পনা নেওয়া হচ্ছে ।