শিরোনাম২৪ ডেস্কঃ ৩০
জুলাইঃ বিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে সংশ্লিষ্ট
বিদ্যালয়ে তালা ঝোলালো অবিভাবকরা । দিনহাটা ১ ব্লকের জড়াবাড়ি নতুন প্রাথমিক
বিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । অভিযোগ, পুটিমারি গ্রাম
পঞ্চায়েত এলাকার জড়াবাড়ি নতুন প্রাথমিক বিদ্যালয়ের নতুন শ্রেনী কক্ষের জন্য
প্রাপ্ত সরকারি টাকার থেকে দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক অরিজিত চক্রবর্তী প্রায়
দুই লাখ টাকা তছরুপ করে । এঘটনা কে কেন্দ্র করে একাধিকবার এলাকায় উত্তেজনা ছড়ায় ।
ঘটনার জেরে বেশ কিছুদিন ধরেই বিদ্যালয়ে আসছেন না অভিযুক্ত শিক্ষক বলে অবিভাবকদের
অভিযোগ । স্কুল সূত্রে জানা গিয়েছে , প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন
পাঠন হয় স্কুলে । প্রতি বছর ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ায় নতুন শ্রেণী কক্ষের
প্র্যোজন ছিল । সরকার থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে
স্কুলের একাউন্টে জমা পড়ে ।অভিযোগ, দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক অরিজিত
চক্রবর্তী পরবর্তীতে চার ধাপে দুই লক্ষ সতেরো হাজার টাকা তছরুপ করে । এলাকার
বাসিন্দা তথা অভিভাবক নিত্যানন্দ দাস , রমেশ চন্দ্র বর্মন , মানিক মোদক , ঝর্ণা
দাস সহ প্রমুখ জানান , অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে সঠিক সময়ে আসতেন না
।এলাকার বাসিন্দারা আরো বলেন , হাজার হাজার টাকা মাস মাইনে পাওয়া অভিযুক্ত শিক্ষক এভাবে সরকারি টাকা আত্মসাৎ করায় এদিন স্কুলে
তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয় । অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে না থাকায় তাকে ফোন
করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি । বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিদর্শক সামাদুল শেখ বলেন ,
বিষয়টি খতিয়ে না দেখে কিছু বলা সম্ভব নয় ।

