লাইসেন্স নিতে গিয়ে জুটোলো সিভিক ভলেন্টিয়রের মার , অভিযোগ দিনহাটার এক চালকের


শিরোনাম ২৪ ডেস্ক , ২৮ জুলাইঃ লাইসেন্স সমেত বাইকের কাগজ ফেরত নিতে গিয়ে সিভিক ভলেন্টিয়রের হাতে প্রহৃত বাইক চালক । শুক্রবার রাতে দিনহাটা ট্রাফিক থানায় বাইকের কাগজ সমেত ড্রাইভিং লাইসেন্স ফেরত নিতে যান বাইকের চালক খালেক মিয়াঁ । আহত ওই বাইক চালকের স্ত্রী লাভলী বিবি বলেন , গত ২০ জুলাই  বাড়ি থেকে হাসপাতাল এর দিকে আসার সময় দিনহাটা শহরের পাঁচ মাথা মোড়ে তার স্বামী খালেক মিয়াঁর বাইক আটকায় দিনহাটা থানার ট্রাফিক দপ্তরের কর্তব্য রত সিভিক পুলিশরা ।এরপর তার কাছ থেকে তার ড্রাইভিং লাইসেন্স নিয়ে এবং বলে পরে থানায় এসে দেখা করে যেতে ।এদিন লাইসেন্স ফেরত নিতে এলে খালেক মিয়াঁ কে লাইসেন্স না দিয়ে মারধোর করা হয় বলে তিনি জানান । খালেক মিয়াঁ বলেন , দিনহাটা ট্রাফিক থানার কথামতো এদিন সন্ধ্যায় কাগজ নিতে ট্রাফিক কার্যালয়ে যাই ।  অভিযোগ , সে সময় দিনহাটা থানা সংলগ্ন ট্রাফিক অফিসে তিনজন সিভিক ভলেন্টিয়র ছিল । খালেক মিয়াঁ ফাইন দিয়ে গাড়ির কাগজ সমেত ড্রাইভিংলাইসেন্স দাবী করলে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়র দের মধ্য থেকে সজল সরকার নামে এক  সিভিক ভলেন্টিয়র বচসা শুরু করে । এমনকি ট্রাফিক কার্যালয়ের দরজা বন্ধ করে লাঠি দিয়ে মাথায় ও পেটে লাথ মারতে শুরু করে বলে অভিযোগ । পরবর্তিতে খালেক মিয়াঁর কান দিয়ে রক্তপাত শুরু হলে তাকে ওই সিভিক ভলেন্টিয়র ছেড়ে দেয় । বর্তমানে খালেক মিয়াঁ দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । পরিবারের তরফে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়রের শস্তির দাবিতে সোচ্চার হয় । অভিযুক্ত সিভিক ভলেন্টিয়র স্বপন সরকারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি । বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জী খন্ডোয়াল বলেন , সিভিক ভলেন্টিয়র সজল সরকারের বিরুদ্ধে একটি মারধোরের অভিযোগ জমা পড়েছে । অভিযোগটি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.