Header Ads

ভিরে ঠাসা জনসভা করলেন যুব তৃণমূলের আহ্বায়ক নারায়ন শর্মা



শিরোনাম ২৪, দিনহাটাঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে ২১ শে জুলাই কলকাতা চলোর প্রচারে পথ সভা করলেন তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা মহকুমার আহ্বায়ক নারায়ন শর্মা । বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটা ১ ব্লকের মাতাল হাট এলাকায় এই পথ সভাকে কেন্দ্র করে ভীর উপচে পড়ে ।  ভিরে ঠাসা এই পথ সভায় ২১ শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে কলকাতা চলোর প্রচারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বাংলার উন্নয়নের নানান দিক গুলি তিনি তুলে ধরেন। পাশাপাশি নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ যুব তৃণমুলের এই নেতা যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে দিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্তে নিশীথ প্রামানিকের প্রচেষ্ঠায় যে উন্নয়ন মূলক কাজগুলি হচ্ছে তাও তুলে ধরতে দেখা যায় । তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটার আহ্বায়ক নারায়ন শর্মা বলেন , আগামী ২১শে জুলাই শহীদ দিবসে কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসভায় দলমত নির্বিশেষে যোগদান করার ডাক দেন তিনি। নারায়ন বাবু আরো বলেন ,   তৃনমূল যুব কংগ্রেস পীড়িত – বঞ্চিত মানুষদের পাশে সর্বদা আছে।  যুব তৃনমূল উন্নয়নের স্বপ্ন দেখে । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্ম যজ্ঞ কে এগিয়ে নিয়ে যাচ্ছে ।

No comments

Powered by Blogger.