প্রিয় নেতাকে চোখের সামনে পেয়ে সেলফিও অটোগ্রাফের হিড়িক

শিরোনাম ২৪- দিনহাটা, ৬ জুলাইঃ কোন ফিল্মি তারকা নয় । এক জন নেতার জনপ্রিয়তা রীতিমতো হার মানিয়ে দিচ্ছে রূপোলী পর্দার বাঘা বাঘা সেলিব্রেটিদের । তাঁর ভক্তদের কথায় তিনি রূপোলী পর্দার হিরোদের থেকে কোন ভাবেই কম নয় । সাধারন মানুষের বিপদে তাকে পাশে পাওয়া যায়। সমগ্র কোচবিহার জেলা সমেত উত্তরবঙ্গের বিস্তর্ণ এলাকায় রয়েছে তাঁর অগণিত অনুগামী । সেলফির যুগেও ডায়রি ও কলম নিয়ে তাঁর ভক্তেরা অটোগ্রাফ চায় । তিনি হলেন কোচবিহার জেলা তৃনমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক ওরফে বিট্টু । বর্তমান যুব সমাজের অধিকাংশই এখন বিট্টু ফিভারে ভুগছে । জেলার অধিকাংশ যুবকদের দেখা যাচ্ছে গালে দাড়ি ও মাথার একপাশে হেলানো চুল । ঠিক যেমনটা জেলার এই রোল মডেল বিট্টুর স্টাইল বলা যায় । এদিন কোচবিহার জেলার দিনহাটা শহরের নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারের এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিট্টু । হাতের নাগালে প্রিয় এই নেতা কে পেয়ে ভির উপচে পড়ে তাঁর ভক্তদের । চলে দেদার সেলফি ও অটোগ্রাফ । ভক্তদের অনেকেই বিট্টুর অটোগ্রাফের জন্য ডাইয়রি এগিয়ে দিলে তিনি তাঁর ভক্তদের অটোগ্রাফের বদলে ঘাড়ে হাত দিয়ে সেলফি তোলেন । ভক্তদের ভিড় সামাল দিতে রীতিমত বেগ পেতে হয় বিট্টুর দেহরক্ষীদের । তথ্যবিজ্ঞ মহলের মতে , কোচবিহার জেলায় রাজনৈতিক নেতা হিসেবে নিশীথ প্রামাণিক বর্তমানে সাফ্যলের শীর্ষে । সে কারনেই দিনকে দিন তাঁর কাজ বাড়ার সাথে সাথেই বেড়ে চলছে তাঁর ভক্ত সংখ্যাও । তবে এ সব বিষয় নিয়ে উত্তরবঙ্গের পরিচিত এই নেতা বলেন , মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়ন চলছে । মানুষ কাজ চায় । যে ভালো কাজ করবে তাকে সবাই ভালোবাসবে বলে তিনি জানান ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.