শিরোনামঃ 24 ডেস্ক, দিনহাটা: কোচবিহার কলেজের ছাত্রনেতা মজীদ আনসরি মৃত্যুর ঘটনায় দিনহাটা শহরের পাচমাথা মোড়ে স্মরণ সভার আয়োজন করল তৃণমূল ছাত্র যুব কংগ্রেস। এদিনের এই স্মরণ সভায় গুলিতে নিহত ছাত্রনেতা মজিদ আনসারের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে উপস্থিত বিশিষ্টরা । এদিনের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা শহর ব্লগ সভাপতি অজয় রায়, তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটার আহ্বায়ক নারায়ণ শর্মা, পুরো দিনহাটা পুরসভার কাউন্সিলর গৌরীশংকর মহেশরী, তৃণমূল যুব কংগ্রেসের আটিয়াবাড়ী অঞ্চল সভাপতি নাজির হোসেন, যুব তৃণমূল নেতা অর্জুন চক্রবর্তী অনিক চক্রবর্তী সহ প্রমুখ। স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টরা কোচবিহারের এই ছাত্র-যুব নেতার মৃত্যুর জন্য দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার সহ পুলিশের হাতে ধৃত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ মুন্না খানের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হোন। পাশাপাশি কোচবিহার জেলায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকেও সবাইকে নজর রাখতে নির্দেশ দেন দলীয় নেতৃত্বরা।

