তৃণমূলের শহীদ দিবসের প্রাক্কালে একই দিন দুটো মিছিল করলো তৃনমূল যুব কংগ্রেস


দিনহাটা, ৮ জুলাইঃ তৃণমূলের শহীদ দিবসের প্রাক্কালে একই দিন দুটো মিছিল করলো তৃনমূল যুব কংগ্রেস । শনিবার রাতে দিনহাটা এক ব্লকের পেটলা ও গোসানীমারির বিস্তৃর্ণ এলাকায় মিছিল করে তৃনমূল যুব কংগ্রেসের কর্মীরা । তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটার আহ্বায়ক নারায়ন শর্মা, দিনহাটা টাউন ব্লক সভাপতি অজয় রায় , সিতাই ব্লক সভাপতি পরিমল রায় , যুব নেতা আনন্দ বর্মন , সমাজ কর্মী বাদল সরকার, মহিলা নেতৃ গীতা বর্মন , মরন মণ্ডল , সাত্তার মিয়াঁ সহ শতাধিক কর্মী সমর্থকেদের নিয়ে গোসানীমারির চৌপথী এলাকা থেকে শুরু করে গোসানীমারি বাজার সহ বিভিন্ন এলাকায় যায় । পাশাপাশি পেটলা বাজার থেকে  তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা টাউন ব্লক সভাপতি অজয় রায় ও দিনহাটার আহ্বায়ক নারায়ন শর্মার নেতৃত্বে একটি মিছিল করা হয় বলে যুব নেতৃত্ব জানিয়েছে ।  তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের প্রাক্কালে একই দিন দুটো মিছিলেই ২১ জুলাই কলকাতা চলোর ডাক দেওয়া হয় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.