তৃণমূলের ব্লক সভাপতির বাড়ির সামনে থেকে একটি পোস্টার সময় দুটি তাজা বোমা উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ


শিরোনামঃ 24 ডেস্ক: 29 শে জুলাই: শাসক দলের নেতার বাড়ির সামনে থেকে দুটো তাজা বোমা সমেত একটি পোস্টার উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। জানা গেছে এদিন সকালে তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেনের বাড়ির সামনে একটি পোস্টার সহ দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে দিনহাটা থানার থেকে বিরাট পুলিশ বাহিনী দিয়ে পোস্টার সমেত দুটো তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিনহাটা 1 ব্লকে। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেন কোন মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে দিনহাটা ব্লকের কৃষি মেলা এলাকায় নুর আলম হোসেনের বাড়ির সামনে থেকে একটি পোস্টার সমেত দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। পোস্টারটিতে দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেনকে তৃণমূল কংগ্রেস ছেড়ে তৃণমূল যুব কংগ্রেস যোগদানের কথা এবং তৃণমূল যুব কংগ্রেসের পুলিশের হাতে আটক কর্মী-সমর্থকদের অবিলম্বে ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়। যদিও বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব। দিনহাটার বিধায়ক তথা বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন,নুর আলম হোসেনের বাড়ির সামনে একটি পোস্টারসহ দুটো তাজা বোমা উদ্ধারের ঘটনা য় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তিনি করেন।বিষয়টি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটার আহ্বায়ক নারায়ণ শর্মা বলেন, সাধারণ মানুষের মনের থেকে নুর আলম হোসেন মুছে গেছে। সে কারণে উনার অস্তিত্বের জানান দিতে এ ধরনের ঘটনা নিজেই ঘটিয়েছেন। এ ধরনের ঘটনা তৃণমূল যুব কংগ্রেসের কোন কর্মী সমর্থক কেউ কখনই করতে পারে না। নারায়ণ বাবু আরো বলেন, নুর আলম হোসেন এর মতন ব্যক্তিত্ব যদি তৃণমূল যুব কংগ্রেসের যোগদান করে তাহলে তৃণমূল যুব কংগ্রেস কলুষিত হয়ে যাবে।বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডআল বলেন,দিনহাটা কৃষি মেলা এলাকায় নুর আলম হোসেনের বাড়ির সামনে থেকে একটি পোস্টার সমেত দুটো তাজা বোমা উদ্ধার করে আনা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.